সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের সাথে সাক্ষাত করলেন আমিনুর রহমান অলি

- আপডেট সময় : ০৩:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / 95
কেন্দুয়া প্রতিনিধিঃ ১৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির পর শুক্রবার সকালে তার বাসায় গিয়ে সাক্ষাত করে বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান খান অলি।
লুৎফুজ্জামান বাবর সম্পর্কে আমিনুর রহমান খান পাঠান অলির মামা শুশুর হয়। সেই সুবাদে তিনি আজ তার বাসায় গিয়ে দীর্ঘ সময় কুশল বিনিময় করেন।
ল বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা থেকে তাঁর সমর্থক ও বিএনপির নেতা-কর্মীরা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে গিয়ে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। যাঁরা ঢাকায় যেতে পারেননি, তাঁরা সময় গুনছেন কখন নিজ এলাকায় আসবেন প্রিয় নেতা।
আমিনুর রহমান খান পাঠান মুঠো ফোনে এ প্রতিনিধিকে জানান-আমার মামা শুশুর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মুক্তি পাওয়ায় লাখো মানুষের সাথে আমিও মহাখুশি হয়েছি। উনার সাথে উনার নিজ বাসায় সাক্ষাত করে অনেক আলোচনা করেছি। আমি উনার আগামীদিনের পথচলার জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।