ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ’র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক ৯ ডিসেম্বর জাতীয় সরকারের গুঞ্জন ড: মুহাম্মদ ইউনুস ইন্ডিয়ার জায়গামত আঘাত করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের ঐক্য ভারত আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য: ড. ইউনূস মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে আ. লীগের দৃষ্টিতে দেখা বন্ধ করতে হবে : ভারতকে নাহিদ ইসলাম “ছাত্রদের ভূমিকা ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা” অশান্তির জন্য মহম্মদ ইউনূসকেই দায়ী করলেন শেখ হাসিনা৷ ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, মানতে বাধ্য ভারত: ড. ইউনূস আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও অর্থ পাচার: শ্বেতপত্রে উন্মোচিত সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার অচিরেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা: উপদেষ্টা আসিফ বাংলাদেশের বিরুদ্ধে ভারত কেন তথ্যযুদ্ধে নেমেছে? ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আসিফ নজরুল কোটি টাকার বাস ৯০ লাখে বানাবে বিআরটিসি ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘুরা ‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’ বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের খবর ভুয়া ধানমন্ডি লেকে হবে ‘বিদ্রোহী চত্বর’

হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে ট্রাইব্যুনালে যা বলা হলো

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৪:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে ট্রাইব্যুনালে যা বলা হলো
গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি কী, তা জানতে চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে ১৭ ডিসেম্বরের মধ্যে ওয়ারেন্ট কার্যকরের নির্দেশ দেন।

সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি জানতে চান।

তখন তাজুল ইসলাম বলেন, “ওয়ারেন্ট ইস্যু হয়নি। তিনি পালিয়ে গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে, তিনি ভারতে অবস্থান করছেন। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে।”

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম শুরুর প্রথম দিন ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে দুই মাস সময় চাইলে তদন্ত সংস্থাকে আদালত এক মাস সময় দেন। আগামী ১৭ ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে বলেন। এ সময়ের মধ্যে ওয়ারেন্ট কার্যকর করতেও নির্দেশ দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে দুই মাস সময় চাওয়া হয়। আদালত এক মাস সময় দেন।

 

এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার দেখিয়ে তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

৫ আগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (ট্রাইব্যুনাল) পুনর্গঠন করে, যার চিফ প্রসিকিউটর করা হয় আইনজীবী তাজুল ইসলামকে।

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে মন্ত্রী-নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়। সেই মামলার বিচার কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে ট্রাইব্যুনালে যা বলা হলো

আপডেট সময় : ০৪:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

 

হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে ট্রাইব্যুনালে যা বলা হলো
গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি কী, তা জানতে চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে ১৭ ডিসেম্বরের মধ্যে ওয়ারেন্ট কার্যকরের নির্দেশ দেন।

সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি জানতে চান।

তখন তাজুল ইসলাম বলেন, “ওয়ারেন্ট ইস্যু হয়নি। তিনি পালিয়ে গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে, তিনি ভারতে অবস্থান করছেন। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে।”

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম শুরুর প্রথম দিন ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে দুই মাস সময় চাইলে তদন্ত সংস্থাকে আদালত এক মাস সময় দেন। আগামী ১৭ ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে বলেন। এ সময়ের মধ্যে ওয়ারেন্ট কার্যকর করতেও নির্দেশ দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে দুই মাস সময় চাওয়া হয়। আদালত এক মাস সময় দেন।

 

এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার দেখিয়ে তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

৫ আগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (ট্রাইব্যুনাল) পুনর্গঠন করে, যার চিফ প্রসিকিউটর করা হয় আইনজীবী তাজুল ইসলামকে।

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে মন্ত্রী-নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়। সেই মামলার বিচার কার্যক্রম চলছে।