ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন সংস্কার কমিশন গঠন আমি স্যামসাং ব্যবহার করি, স্ক্রিনশট গেছে আইফোনের : জনপ্রশাসন সচিব উন্নয়নের ভ্রান্ত ধারণা: ঋণে ডুবে থাকা দেশ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম আমার টাকা-পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে এক দিনেই হাওয়া ৮ হাজার কোটি টাকার বাজার মূলধন অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান কামালের ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ কারাগারে কেমন আছেন ‘ভিআইপি’ বন্দীরা একটি ফোনকল যেভাবে বদলে দিয়েছে ড. ইউনূসের জীবনের গতিপথ ড. ইউনুসের Three Zeros থিয়োরি বর্তমান উপদেষ্টাদের সঙ্গে নতুন চার-পাঁচজন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা কয়েকটি জাতীয় দিবস বাতিল করতে পারে সরকার সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণ গায়েব: উপদেষ্টা “প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস: বাংলার গর্ব, বৈশ্বিক সম্প্রীতির প্রতীক” খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সাকিবের ক্ষেত্রে অবান্তর: ক্রীড়া উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সম্মেলন থেকে কী অর্জন করলেন? জাতিসংঘে তিন-শুন্যের ধারণা দিলেন ড. ইউনুস যন্ত্রণার নাম ব্যাটারি রিকশা তরুণ সমাজের অফুরান শক্তি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে— ড. ইউনূস

২৬ সেপ্টেম্বর এত কেন আলোচনা?

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

কলেজ ছাত্র সামিন শাহাদ ভুঁইয়া, পড়াশোনার পাশাপাশি গেমস নিয়ে পড়ে থাকেন। আন্তর্জাতিক বিভিন্ন গেমিং প্ল্যাটফর্মে আনাগোনা তার।

রয়েছে বেশ নামডাক। ব্যবহার করেন ফেসবুক, ইনস্টাগ্রাম।
দুয়েকদিন ধরে ফেসবুকে ২৬ সেপ্টেম্বর নিয়ে কয়েকটি প্রমোশন করছেন। তার পোস্টগুলোয় রয়েছে রহস্য।

নাজিফ আহেমদ, তিনি ইংরেজি মাধ্যম ‘এ লেভেলস’র শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা, দুষ্টুমিতে মেতে থাকেন।

তিনিও ২৬ সেপ্টেম্বর নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। তার পোস্টগুলো সারকাজমে (ব্যঙ্গ বা বিদ্রুপ) ভরা।
এমন হাজারো ফেসবুক ব্যবহারকারী তাদের নিজস্ব আইডিতে আগামী ২৬ সেপ্টেম্বর নিয়ে পোস্ট দিচ্ছেন। কী হবে সেদিন? কেন এত প্রচারণা? আর কেনই বা মানুষের এত কৌতুহল?

অনেকে মনে করছেন, আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা। যদিও বিষয়টি মজার ছলেই নিচ্ছেন তারা। ‘কৌতুক আতঙ্ক’ নিয়ে ফেসবুকে পোস্ট করছেন, ‘২৬ সেপ্টেম্বর চট করে আপা দেশে ঢুকে পড়বেন। ’

আবার কেউ কেউ লিখছেন, ২৬ তারিখ তারা বড়লোক হয়ে যাবেন। ঢাকায় নানা স্থানে জায়গা-জমি কিনবেন। বাড়ি-গাড়ি করবেন। কেউ আবার যাবেন ঘুরতে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৬ সেপ্টেম্বর লিখে সার্চ দিলে পপুলার কি-ওয়ার্ড ট্রেন্ডিং। সামাজিক যোগাযোগমাধ্যমটির এক লাখ ৪৬ হাজার ব্যাবহারকারী এ বিষয়টি নিয়ে কথা বলছে।

টেলিগ্রামভিত্তিক গেমিং বট হ্যামস্টার কমব্যাট নিয়েই মূলত ২৬ সেপ্টেম্বরের আলোচনা। এই গেমিং বটের মাধ্যমে অর্থ আয় করা যায়। এ জন্য কিছু শর্ত পালন করতে হবে। যেমন- বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি (কয়েন, কি) অর্জন করা, ইত্যাদি।

ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এ গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। তাদের দাবি, ২৬ সেপ্টেম্বর গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে। এ কথা জানিয়েছে গেমসটির নির্মাতারা। যদিও এর সত্যতা যাচাই করা যায়নি।

টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে, যেগুলো হর হামেশাই গেমস কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দেয়। ‘হামস্টার কমব্যাট ইদানিং বেশ পরিচিতি পেয়েছে।

এ বিষয়টি মাথায় রেখে অনেকেই বলছেন, ২৬ সেপ্টেম্বর নিয়ে মাথা ঘামাতে না। এগুলো বাজিকরদের কাজ। তাই ওই দিনটিকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৬ সেপ্টেম্বর এত কেন আলোচনা?

আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

 

 

কলেজ ছাত্র সামিন শাহাদ ভুঁইয়া, পড়াশোনার পাশাপাশি গেমস নিয়ে পড়ে থাকেন। আন্তর্জাতিক বিভিন্ন গেমিং প্ল্যাটফর্মে আনাগোনা তার।

রয়েছে বেশ নামডাক। ব্যবহার করেন ফেসবুক, ইনস্টাগ্রাম।
দুয়েকদিন ধরে ফেসবুকে ২৬ সেপ্টেম্বর নিয়ে কয়েকটি প্রমোশন করছেন। তার পোস্টগুলোয় রয়েছে রহস্য।

নাজিফ আহেমদ, তিনি ইংরেজি মাধ্যম ‘এ লেভেলস’র শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা, দুষ্টুমিতে মেতে থাকেন।

তিনিও ২৬ সেপ্টেম্বর নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। তার পোস্টগুলো সারকাজমে (ব্যঙ্গ বা বিদ্রুপ) ভরা।
এমন হাজারো ফেসবুক ব্যবহারকারী তাদের নিজস্ব আইডিতে আগামী ২৬ সেপ্টেম্বর নিয়ে পোস্ট দিচ্ছেন। কী হবে সেদিন? কেন এত প্রচারণা? আর কেনই বা মানুষের এত কৌতুহল?

অনেকে মনে করছেন, আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা। যদিও বিষয়টি মজার ছলেই নিচ্ছেন তারা। ‘কৌতুক আতঙ্ক’ নিয়ে ফেসবুকে পোস্ট করছেন, ‘২৬ সেপ্টেম্বর চট করে আপা দেশে ঢুকে পড়বেন। ’

আবার কেউ কেউ লিখছেন, ২৬ তারিখ তারা বড়লোক হয়ে যাবেন। ঢাকায় নানা স্থানে জায়গা-জমি কিনবেন। বাড়ি-গাড়ি করবেন। কেউ আবার যাবেন ঘুরতে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৬ সেপ্টেম্বর লিখে সার্চ দিলে পপুলার কি-ওয়ার্ড ট্রেন্ডিং। সামাজিক যোগাযোগমাধ্যমটির এক লাখ ৪৬ হাজার ব্যাবহারকারী এ বিষয়টি নিয়ে কথা বলছে।

টেলিগ্রামভিত্তিক গেমিং বট হ্যামস্টার কমব্যাট নিয়েই মূলত ২৬ সেপ্টেম্বরের আলোচনা। এই গেমিং বটের মাধ্যমে অর্থ আয় করা যায়। এ জন্য কিছু শর্ত পালন করতে হবে। যেমন- বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি (কয়েন, কি) অর্জন করা, ইত্যাদি।

ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এ গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। তাদের দাবি, ২৬ সেপ্টেম্বর গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে। এ কথা জানিয়েছে গেমসটির নির্মাতারা। যদিও এর সত্যতা যাচাই করা যায়নি।

টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে, যেগুলো হর হামেশাই গেমস কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দেয়। ‘হামস্টার কমব্যাট ইদানিং বেশ পরিচিতি পেয়েছে।

এ বিষয়টি মাথায় রেখে অনেকেই বলছেন, ২৬ সেপ্টেম্বর নিয়ে মাথা ঘামাতে না। এগুলো বাজিকরদের কাজ। তাই ওই দিনটিকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।