সরকারের কাজের গতি বাড়াতে কলেবর বাড়ানো হচ্ছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। নতুন করে সরকারে যুক্ত হচ্ছেন এবি পার্টি থেকে সদ্য পদত্যাগ করা সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। বুধবার (৯ অক্টোবর) সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, দুয়েক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ দেয়া হতে পারে। এই তালিকায় আছেন সদ্য এবি পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করা সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর নাম। তিনি গত বুধবার আহ্বায়কের পদ ছাড়েন। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দুদিন পর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টাসহ ১৭ উপদেষ্টা শপথ নেন ৮…
মন্তব্য করুন