শাহ আলী তৌফিক রিপন,বিশেষ প্রতিনিধি :
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের মধুয়াখালী কালী মন্দিরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা প্রতিমা ভাঙচুর করেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে তৈরিকৃত প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মধুয়াখালী কালী মন্দিরে প্রতিবছর একবারই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তবে পূজা মণ্ডপে কোনো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি। ফলে দুষ্কৃতিকারীরা সুযোগ নিয়ে প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের সাথে সমন্বয় রেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন