ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

একটা জ্বীনের বাদশার আত্মকাহিনী

ডেস্ক নিউজ
মে ২৪, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

তখন রাত ২ টা,
আমি গভীর নিদ্রায়। হঠাৎ মোবাইলের রিং বেজে উঠল।
ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম।
– হ্যালো!
– আসসালামু আলাইকুম আমি জ্বীনের বাদশা! (একটা ভারী গলায়)
-ও আচ্ছা, (চোখে প্রচন্ড ঘুম)
মোবাইলটা রুপন্তীর আম্মুর দিকে এগিয়ে দিয়ে,
– এই রুপন্তীর আম্মু,এই, উঠ! ধরো তোমার ফোন।

রুপন্তীর আম্মু কথা বলে, আমাকে একধাক্কায় উঠিয়ে দিয়ে বলল,
– এই এই উঠেন! এটা বুঝি আমার ফোন ?
– না মানে, শাশুড়ি আম্মার নাম্বারটা আমি জ্বীনের বাদশা দিয়ে সেভ করে রাখছিলাম। তাই সরি!
– ইউ!!! (রেগে গিয়ে)
– আচ্ছা দাড়াও জিজ্ঞেস করে নিই।
ফোনটা লাউডস্পীকারে দিয়ে,
– হ্যা ভাই, বলেন কি যেন বলছিলেন?
– আমি জ্বীনের বাদশা। আপনার নামে সাতটি স্বর্ণের ডেক উঠিয়াছে। যাহা আপনি নিজে চারটি রেখে বাকি তিনটি অসহায় গরীবের মাঝে বিলি করে দিবেন। আমি কাদেমের মোবাইল থেকে ফোন করিয়াছি।

– জ্বীন সাহেব, সাত ডেক এ কিচ্ছু হবেনা আমার শশুরবাড়ির লোকেরাই সব সাবাড় করে দিবে , আপনি চিনেননা তাদের। আরেকটু বেশি করে পাঠানো যায় না?

– আপনি একজন জ্বীনের বাদশাহর সাথে কথা বলছেন কিন্তু, আর স্বর্ণের ডেকগুলো পেতে আপনাকে দু রাকাত নামাজ পরে পশ্চিম দিকে ফিরে ফুঁক মারতে হবে। তারপর কাদেম সাহেবের মাজারে একটা জায়নামাজ পাঠাতে হবে। আপনি এতো দূরে জায়নামাজ দিতে পারবেন না তাই কাদেম সাহাবের নাম্বার এক হাজার টাকা বিকাশ করে দিলে হবে।

-আরে জ্বীনের বাদশাহ ভাই আগে আপনি ডেক পাঠান। ডেক দেখে আমরা টাকা পাঠামু। ওইদিন এভাবে টাকা আগে দিয়ে অনলাইন ঘড়ি অর্ডার করছিলাম। ধরা খাইছি।
-একজন জ্বীনের বাদশা আপনার সাথে কথা বলতে আপনি ভয় পাচ্ছেন না?
– আরে ভাই, পাঁচ বছর ধরে আস্ত একটা জ্বীনের সাথে দিব্যি খাচ্ছি, ঘুমাচ্ছি এতে আপনার কি মনে হয় ভয় জিনিসটা থাকে?
রুপন্তীর আম্মু আবার রেগে গিয়ে।
– কি বললেন আমি জ্বীন?
– কেন, ঘুমানোর সময়ও যদি এত্তোগুলা আটা ময়দা মেখে ঘুমাও দেখতে তো মনে হয় সাতখাত জ্বীন। আর তোমার মোটাতাজা ভাই যে পরিমাণ খাই কোন জ্বীনের চেয়ে কম না। আর শাশুড়ি আম্মা আসলেই জ্বীনের বাদশা, সারাদিন পান চিবুতে থাকে আর আমার চৌদ্দগোষ্ঠীসহ উদ্ধার করে বেড়ায়, পুরা জ্বীনের খান্দান তোমরা।

হ্যালো হ্যালো, আমার কথা শুনছেননা, আমি জ্বীনের বাদশা। আপনারা দয়া করে ঝগড়া থামান।
– আরে, মিয়া রাখেন কনফিউজড কইরেন না। আমার জায়গায় আসলে বুঝতেন।
– হ ভাই, আমারও অবস্থা একই।
সকাল বিকাল রাইত দুপুরে বউয়ে দেয় ঠেলা,
কই বউ পোষার মুরোদ নাই তুই বিয়া কইরছস কেলা। তাই আমি জ্বীনের বাদশা সাজি গভীর রাত্রবেলা।
ট্যুট ট্যুট ট্যুট…….

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।