কণ্ঠশিল্পী ন্যান্সির জন্ম নেত্রকোনায় নয়,নড়াইলে
- আপডেট সময় : ০৪:৪১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 172
মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া-নেত্রকোনা: বাংলাদেশের আধুনিক গানের অঙ্গনে এক অনন্য নাম নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘ দেড় যুগের সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে তার জন্মস্থান নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি লক্ষ্য করা যায়। অধিকাংশ ভক্ত-শ্রোতার ধারণা, ন্যান্সির জন্ম নেত্রকোনায়। আসলে বিষয়টি পুরোপুরি ভিন্ন। তার জন্ম নড়াইলে, বেড়ে ওঠা নেত্রকোনায়। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যান্সি নিজ মুখেই এ বিষয়টি সম্পর্কে স্পষ্ট ভাষায় বলেছেন-নেত্রকোনা ন্যান্সির বেড়ে ওঠার শহর, কিন্তু তার জন্মভূমি নড়াইল।
ন্যান্সির দাদা বাড়ি যশোরের নড়াইল জেলায়। জন্মও সেখানেই পৈত্রিক বাড়িতে নড়াইলের মাটিতে। তবে সরকারি চাকরিজীবী বাবা নঈমুল হকের বদলির কারণে পরিবারের সবাইকে নিয়ে চলে আসতে হয় নেত্রকোনায়। ছোট্ট ন্যান্সিও তখন পরিবারসহ নেত্রকোণার সাতপাই এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শৈশব ও কৈশোরের পুরোটা সময় কেটেছে নেত্রকোনায়। এখানেই শুরু হয় তার সংগীতচর্চা ও শিল্পী হয়ে ওঠার প্রস্তুতি।
শিশুকাল থেকেই ন্যান্সির দিন শুরু হতো ভোর ৪টায়। নিয়মিত রেওয়াজের পর স্কুল, পড়াশোনা, টিউশনি, নাচ, ছবি আঁকা এবং সংগীতচর্চা—প্রতিদিনের সময়সূচি ছিল ভীষণ ব্যস্ততাপূর্ণ। তবে এই কঠোর নিয়মই তাকে গড়ে তুলেছে বাংলাদেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী হিসেবে।
২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন ন্যান্সি। ২০০৯ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ভালোবাসা অধরা। এর পর একে একে অসংখ্য চলচ্চিত্রের গান, একক অ্যালবাম ও মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন। ২০১১ সালে প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পাশাপাশি টানা সাত বছর মেরিল-প্রথম আলো তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) হিসেবে পুরস্কৃত হয়েছেন।
ন্যান্সি তিন দফায় বিয়ে করেছেন। ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে, তবে ২০১২ সালে তাদের সংসার ভেঙে যায়। এরপর ২০১৩ সালে তিনি বিয়ে করেন নাজিমুজ্জামান জায়েদকে। ২০২১ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি টেনে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার একমাত্র মেয়ে রোদেলা বাবার সঙ্গে থাকলেও মায়ের প্রেরণাতেই সংগীতের প্রতি অনুরাগী হয়ে উঠছে।
তবে এখনো অনেকেই ন্যান্সির জন্মস্থানকে নেত্রকোণা বলে উল্লেখ করেন, কারণ তার বেড়ে ওঠা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সবটাই এই শহরকে ঘিরে। তবে প্রকৃত সত্য হলো—কণ্ঠশিল্পী ন্যান্সির জন্ম হয়েছে যশোরের নড়াইল জেলায়। নেত্রকোণায় তিনি বেড়ে উঠেছেন, কিন্তু শেকড় নড়াইলেই প্রোথিত।

















