স্টাফ রিপোর্টার:নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করে খোলা চিঠি দিয়েছেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও যুবদল নেতা সাজেদুল হক ভূইয়া মিল্টন। সম্প্রতি তিনি তার ফেসবুকের এক পোস্টে এ খোলা চিঠি লিখে তা পোষ্ট করেছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে কেন্দুয়া উপজেলা ইয়াবা, গাঁজা ও বিভিন্ন নিষিদ্ধ মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সহজলভ্য মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, পারিবারিক অশান্তি ও সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, “আজ মাদক কেবল সেবনের উপাদান নয়, বরং ব্যবসার একটি খাতে পরিণত হয়েছে—যেন এটি অনুমোদিত কোনো পণ্য।”
উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশে মিল্টন ভূইয়া খোলা চিঠিতে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান ও কঠোর আইন প্রয়োগ,
হাট-বাজার ও পরিবহন রুটে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি,
শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমে মাদকবিরোধী প্রচারণা জোরদার,
মাদকাসক্তদের জন্য পুনর্বাসন কর্মসূচি গ্রহণ,
রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজকে সম্পৃক্ত করা।
চিঠিতে রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, অনেক নেতার নীরব অবস্থান জনগণকে হতাশ করেছে, আবার জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে কেউ কেউ মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তিনি সতর্ক করে দেন—জনগণের নীরব ক্ষোভ একদিন ভোটের বাক্সে প্রতিফলিত হবে, আর “নীরব ব্যালটই হবে কেন্দুয়াবাসীর শক্তিশালী প্রতিবাদ।”
সাধারণ মানুষকেও মাদকবিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে মিল্টন ভূইয়া বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করা শুধু প্রশাসন নয়, প্রতিটি পরিবার ও সমাজের দায়িত্ব।
মন্তব্য করুন