কেন্দুয়ায় যুবদল নেতা শামীম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০২:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 213
কেন্দুয়ায় যুবদল নেতা শামীম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার: সোমবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলা যুবদল নেতা শামীম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কেন্দুয়ার উপজেলা যুবদল নেতৃবৃন্দ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরে এ মিছিল বের করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—
মোঃ সাজিদুল হক ভূইয়া (মিল্টন), সাবেক আহ্বায়ক সদস্য, ঢাকা মহানগর যুবদল (উত্তর),আতাউল হক মিন্টু, সদস্য সচিব, যুবদল কেন্দুয়া উপজেলা শাখা,এ এম মতিন রুমেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুবদল কেন্দুয়া উপজেলা শাখা, এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক, যুবদল কেন্দুয়া উপজেলা শাখা,কামরুজ্জামান ভূইয়া (রিপন), যুগ্ম আহ্বায়ক, যুবদল কেন্দুয়া উপজেলা শাখা, মোঃ হারুন রশীদ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক, যুবদল কেন্দুয়া উপজেলা শাখা,মোঃ মিজানুর রহমান তাং স্বপন, যুগ্ম আহ্বায়ক, যুবদল কেন্দুয়া উপজেলা শাখা,মোঃ সারোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক, যুবদল কেন্দুয়া উপজেলা শাখা, মোঃ আলী ইসলাম, সদস্য সচিব, ছাত্রদল কেন্দুয়া উপজেলা শাখা, মোঃ আশরাফুল ইসলাম, আহ্বায়ক, ছাত্রদল কেন্দুয়া পৌর শাখা
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বক্তারা অবিলম্বে শামীম হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।




