কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫
- আপডেট সময় : ০৫:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / 253
হৃদয় চাঁদ কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া ও অস্ত্র আইনে ৫ জন কে আটক করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে।
বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক ১টা ৩০ মিনিটে পৌর শহরের মধ্য বাজার তরকারি মহলে অভিযান পরিচালনা করে ১০টি দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ তালুকদার (৪৮) নামে একজনকে আটক করা হয় । এছাড়া রাত ২টা ৩৫ মিনিটে পৌর শহরের ৩নং ওয়ার্ডের ওয়াশেরপুর গ্রামের আফাজ উদ্দিনের বাড়ি থেকে একই গ্রামের আজিজুল হক (৫৫), ইউসুফ মিয়া (৫০) এবং কান্দিউড়ার এখলাছ মিয়া (২৮) ও নজরুল হক (৫৩)কে নগত ২২হাজার ৩০টাকা, জুয়া খেলার সরঞ্জাম- তাস ও একটি চাদরসহ আটক করা হয় তাদের।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন মদন সেনা ক্যাম্প ইনচার্জ লে. শাহরিয়ার আহমেদ ও কেন্দুয়া থানার এসআই মো. আব্দুল জলিলসহ পুলিশের একটি টিম।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, অস্ত্র ও জুয়া আইনে দুটি মামলা হয়েছে ।একজনের বিরুদ্ধে অস্ত্র এবং চার জনের বিরুদ্ধে জুয়া আইনে দুটি মামলা রুজু করা হয়েছে। মামলা শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




