ঢাকাশুক্রবার , ১৭ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে কোথায় যাবেন আর কীভাবে পুনরায় তুলবেন?

ডেস্ক নিউজ
জুন ১৭, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

 

শপিং মলের সামনে গাড়ি পার্ক করে আসিফ কিছুটা দ্বিধান্বিত ছিল। এখানে গাড়ি পার্ক করে গেলে কোন অঘটন ঘটবে না তো? পরেই মনে হল, সর্বোচ্চ আধাঘন্টার কাজ; এত অল্প সময়ে তেমন কিছু হবেনা। যেই ভাবা সেই কাজ। গাড়ি শপিং মলের সামনেই একটু সাইড করে পার্ক করে, শপিং মলের ভেতর চলে গেল আসিফ। ফিরতেও সময় লাগলো না, আধঘন্টার মধ্যেই ফিরে এলো সে। ফিরে এসে আসিফ আবিষ্কার করলো, তার গাড়ির নাম্বারপ্লেট গায়েব হয়ে গেছে। আধা ঘন্টার অসচেতনতার কারণে গাড়ির নাম্বার প্লেট হারিয়ে হতভম্ব আসিফ তখন ভাবছে, এখন কী কী ব্যবস্থা নিতে হবে! গাড়ির নাম্বার প্লেট হারিয়ে আসিফ সবার প্রথমে বি.আর টি এ’র ওয়েবসাইটে গিয়ে জেনে নিলেন, তাকে এখন কী কী করতে হবে।

প্রথমে কোথায় যাবেন?
বি আর টি এ’র নির্দেশনা অনুসারে গাড়ির নাম্বারপ্লেট হারিয়ে গেলে সবার আগে সংশ্লিষ্ট থানায় যেতে হবে। থানায় গিয়ে গাড়ির নাম্বার প্লেট হারিয়ে গেছে জানিয়ে একটি সাধারণ জিডি করতে হবে।

তারপর? নাম্বার প্লেট উত্তোলনের আবেদন
জিডি করা হয়ে গেলে জিডির কপি নিয়ে গাড়ির মালিককে যেতে হবে বিআরটিএ অফিসে। বিআরটিএ অফিসে গিয়ে গাড়ির নাম্বার প্লেটটি পুনরায় উত্তোলন করার জন্য,’সহকারী পরিচালক, বি আর টি এ’- বরাবর আবেদন করতে হবে। আবেদনের শিরোনাম হিসেবে লিখতে হবে হারানো নাম্বারপ্লেট পুনরায় উত্তোলনের জন্য আবেদন।

আবেদন করা হয়ে গেলে, সহকারী পরিচালক একজন মোটরযান পরিদর্শককে গাড়ির চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার অনুসন্ধানের জন্য নির্দেশ দিবেন। গাড়িটি পরীক্ষা করে পরিদর্শক গাড়ির মালিককে নাম্বার প্লেট পুনরায় উত্তোলনের জন্য সুপারিশ করবেন।

কী কী লাগবে?
বিআরটিএ তে গিয়ে আবেদন করার পর আবেদনের সাথে গাড়ির রেজিস্ট্রেশনের ফটোকপি এবং নাম্বার প্লেট হারানোর জিডির কপি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্সও সাথে রাখবেন। যেন কোন কারণে কাজে লাগে বা পরিদর্শক দেখতে চান তাহলে তাঁকে দেখাতে হবে।

তারপর যেতে হবে ব্যাংকে…
বিআরটিএ কর্তৃক নির্ধারিত বা সুপারিশকৃত ব্যাংকে গিয়ে গাড়ির নাম্বারপ্লেট উত্তোলনের জন্য টাকা জমা দিতে হবে এবং ব্যাংক স্লিপটি সংরক্ষণ করে রাখতে হবে। নতুন নাম্বার প্লেট হাতে পাওয়ার আগ পর্যন্ত এই ব্যাংক স্লিপ হচ্ছে নাম্বারপ্লেট পুনরায় উত্তোলনের জন্য আবেদন করার প্রমান। অতএব এই স্লিপটি সাবধানতার সাথে সংরক্ষণ করতে হবে।

ভাবছেন খরচ কত?

মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার নাম্বারপ্লেট পুনরায় উত্তোলন করতে গেলে খরচ পড়বে ২২৬০ টাকা। অপরদিকে গাড়ির নাম্বার প্লেট হারিয়ে গেলে, সেটি পুনরায় উত্তোলন করতে খরচ পড়বে ৪৬২৮ টাকা।

কতদিন পর নাম্বার প্লেট পাবেন?

বিআরটিএ’তে আবেদন এবং ব্যাংকে টাকা জমা দেয়ার পর অপেক্ষা করতে হবে মোবাইলে এস এম এসের জন্য। আবেদন করার দুই মাসের মধ্যে আপনার নতুন ডিজিটাল নাম্বারপ্লেট তৈরি হয়ে গেলে, বিআরটিএ থেকে আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং বিআরটিএ’তে গিয়ে গাড়িতে নাম্বারপ্লেট লাগিয়ে নিতে হবে। নাম্বার প্লেট উত্তোলনের সময় অবশ্যই ব্যাংক স্লিপ, গাড়ির রেজিস্ট্রেশন ফটোকপি, জিডির কপি, ড্রাইভিং লাইসেন্স, এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখবেন। যেসব কাগজপত্র লাগবে, কেবল সেসব কাগজপত্রই জমা দিবেন।

গাড়িতে নাম্বার প্লেট না থাকলে রাস্তায় মোটরযান আইনের লঙ্ঘন হয়। এতে করে আপনাকে শাস্তি পেতে হতে পারে বা জরিমানাও গুনতে হতে পারে। তাই গাড়িতে নাম্বারপ্লেট যুক্ত রাখা প্রতিটি গাড়ি চালকের এবং মালিকের দায়িত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।