সেলসম্যান থেকে নোমান গ্রুপের প্রতিষ্টাতা নুরুল ইসলাম | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ জানুয়ারী ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেলসম্যান থেকে নোমান গ্রুপের প্রতিষ্টাতা নুরুল ইসলাম

ভাগ্য বদলের আশায় পকেটে ৬৫ টাকা নিয়ে এসেছিলেন ঢাকায়। দিনের পর দিন বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন ইসলামপুরের দোকানে। সেলসম্যান থেকে তিলে তিলে গড়েছেন দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান নোমান গ্রুপ। বিক্রয়কর্মী থেকে নোমান গ্রুপ তৈরীর এ গল্পটা নুরুল ইসলামের। যার গল্প এখন লক্ষ মানুষের অনুপ্রেরণার।

১৯৫০ সালে চট্টগ্রামের লোহাগড়ায় সওদাগর মোহাম্মদ ইসমাইল ও আঞ্জুমান আরা দম্পত্তির ঘরে জন্মেছিলেন নুরুল ইসলাম। পাঁচ বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন তিনি। মাত্র ৫ বছর বয়সে পিতৃহারা নুরুল ইসলামকে বহু কষ্টে মা পড়াশোনা করান। অভাব অনটনের মাঝেই ১৯৬৮ সালে তিনি আধুনগর উচ্চবিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন।

এরপরই পারিবারিক অনটনে তিনি ভাগ্যান্বেষণে চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসেন। ঢাকায় তৈয়ব আশরাফ টেক্সটাইল মিলস নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন। এ প্রতিষ্ঠানের অধীনে মরিয়ম টেক্সটাইল, আরটেক্স ফ্যাব্রিকস, নাজনীন ফ্যাব্রিকস নামের আরো প্রতিষ্ঠান ছিল। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত ক্যারোলিন গেঞ্জি, মশারি, ওড়না এবং পলিয়েস্টার কাপড় ইত্যাদি পণ্য বিক্রি করতেন নুরুল ইসলাম। থাকতেন খিলগাঁওয়ের একটি মেসে।

এরমধ্যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে নিজের পছন্দে পণ্য তৈরি করে তা বিক্রি করতেন ইসলামপুর বাজারে। দিনের একবেলা টঙ্গী-তেজগাঁওয়ের বিসিক এলাকা, তো আরেকবেলা ইসলামপুর কিংবা নারায়ণগঞ্জ। হয়ে উঠেন ফ্লাইং বিজনেসম্যান।

এর মধ্যে স্বাধীনতাযুদ্ধ শুরু হয়ে যায়। ফিরতে হয় চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ গ্রামে। ওই বছর বিয়েও করেন। যুদ্ধ শেষে আবার ফিরে আসেন কর্মস্থলে। নতুন করে শুরু করেন সবকিছু। ব্যাংকঋণের কারণে মরিয়ম টেক্সটাইল, আরটেক্স ও নাজনীন ফ্যাব্রিকসের আর্থিক অবস্থা ক্রমেই দুর্বল হতে থাকে। তখন এসব প্রতিষ্ঠান ভাড়ায় নেন নুরুল ইসলাম। শুরুতে মশারি ও গেঞ্জির কাপড় তৈরি করতেন।

১৯৭৬ সালে পাওনা ঋণ আদায়ে এসব কারখানা একে একে নিলামে তোলে ব্যাংক। নিলামে অংশ নিয়ে যন্ত্রপাতিসহ কারখানাগুলো কিনে নেন তিনি। ১৯৭৬ সালে প্রথম আরটেক্স ফ্যাব্রিকসের চারটি মেশিন কিনেন তিনি। বিনিয়োগ করেন ৮ লাখ টাকা। তখন সেখানে কর্মরত ছিলেন ২২ জন শ্রমিক। এরপর একে একে কেনেন মরিয়ম টেক্সটাইল, নাজরীন ফ্যাব্রিকসের যন্ত্রপাতি। এ তিন প্রতিষ্ঠানের মোট ১২টি মেশিন নিয়ে শুরু হয় উদ্যোক্তা হিসেবে নুরুল ইসলামের যাত্রা।

মাত্র ২২ জন শ্রমিক নিয়ে ১৯৭৬ সালে শিল্পোদ্যোক্তা হিসেবে নুরুল ইসলামের পথচলা শুরু। বর্তমানে তাঁর গড়ে তোলা নোমান গ্রুপের কর্মীর সংখ্যা ৮০ হাজারের বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১০

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১১

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১২

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৩

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৪

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৫

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৬

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৭

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৮

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

১৯

কেন তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য সুসংবাদ?

২০