তিন অক্ষরের উদ্যোক্তা শব্দের ব্যাপ্তি অনেক। একটা সময় ছিল যখন উদ্যোক্তা হওয়ার মতো সাহস খুব কম মানুষই দেখতেন। কিন্তু এখন যুগ পাল্টেছে। এখন নারীরা স্বাবলম্বী, উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হচ্ছেন। পাশাপাশি পরিবারের দায়িত্বও নিচ্ছেন।
জীবনে যেকোনো কাজ সফল ভাবে শুরু করার আগে নিজের পরিবার এর সাপোর্ট খুব জরুরী যা আমি আমার জীবনের প্রথম থেকেই পেয়ে এসেছি আলহামদুলিল্লাহ… আর আমার জীবনে আম্মুর অবদান অকল্পনীয়।
আর বিয়ের পর থেকে পেয়েছি হাসব্যান্ড এর সাপোর্ট যা না পেলে আজকে আমি যেখানেই আর যতটুকুই আগাতে পেরেছি তা হয়তো কোনোদিন সম্ভবও হত না।
এখন আসি আমার অনলাইন পেজ এবং আমার প্রোডাক্ট রিলেটেড কিছু তথ্য নিয়ে।
আমার অনলাইন পেজটির নাম হচ্ছে “ফারহানা’স বুটিক”
যা আমার আম্মুর নাম দিয়ে ওপেন করা হয়েছে। যেখানে আমি স্টিচ ড্রেস থেকে শুরু করে আনস্টিচ ড্রেস সেল করি। পার্টি ওয়েয়ার থেকে নিয়ে নরমাল ও রেগুলার ওয়েয়ার পর্যন্ত সকল ধরনের পোশাক আমার পেইজে পাওয়া যাবে।
সামনে ঈদের জন্য অনেক অনেক আকর্ষণীয় কালেকশন ও চলে এসেছে পেইজে।
সোশাল মিডিয়ার জনপ্রিয় লেডিস গ্রুপ ফেমিস ফেস্টা যেকোনো নারী উদ্যোক্তার জন্য খুবই উপকারী একটি গ্রুপ। আমার শুরুটায় আমাকে ফেম্মিস ফেস্তা এবং গ্রুপ এর এডমিন শান্তু আপু যতটা সাপোর্ট দিয়েছে তা বলে শেষ করা যাবেনা সত্যিই আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালবাসা ও শুভকামনা ফেম্মিস ফেস্তার এবং শান্তু আপুর জন্য।
মন্তব্য করুন