ঢাকাশনিবার , ২৮ মে ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

ফেসবুকে বোঝ যাচ্ছে না লাইক দিচ্ছেন কারা!

ডেস্ক নিউজ
মে ২৮, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্ল্যাটফর্মটিতে বেশকিছু দিন পর পরই নতুন নতুন আপডেট আসে। এই সময়ে ফেসবুকের বিভ্রাট দেখা দেওয়া নতুন কিছু নয়। গতকাল (২৬ মে) থেকে ফেসবুকে বড় একটি সমস্যা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফেসবুকের পোস্টে কোনো রিঅ্যাকশন দেখা যাচ্ছে না। আবার মাঝে মাঝে রিঅ্যাকশন দেখা গেলেও কে দিচ্ছে তা দেখা যাচ্ছে না।

জানা গেছে, ফটো শেয়ারিং সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা যাচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম একই মালিকানাধীন প্রতিষ্ঠান।

বাংলাদেশ ও ভারতের ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যার কথা টুইটার, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানাচ্ছেন।

এদিকে, ফেসবুক ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করছে, যা আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে। ব্যবহারকারীদের হালনাগাদের বিষয়ে নোটিফিকেশনও পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রাইভেসি পলিসি আপডেট করতে গিয়েই এ সমস্যার সৃষ্টি হয়েছে।

তবে এই বিষয়ে এখনেও কোনো বার্তা দেয়নি ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।