বায়োমেট্রিক দিতে পারবেন আপনার নিকটস্থ BRTA থেকে

সেবা প্রক্রিয়া সহজিকরণের অংশ হিসেবে, বিআরটিএ’র যে সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সার্কেল অফিসের পাশাপাশি এখন থেকে BRTA এর যেকোনো সার্কেল অফিস (মেট্রো ও জেলা) থেকে মোটরযান মালিক তাঁর ইচ্ছা অনুযায়ী ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে পারবেন।
উদাহরণস্বরূপ, সম্মানিত মোটরযান মালিক বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩, ঢাকা অফিস থেকে তাঁর মোটরযানটি রেজিস্ট্রেশন করেছেন। ইতোপূর্বে, উক্ত মোটরযান মালিককে বাধ্যতামূলকভাবে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩ অফিসে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে হতো। বর্তমানে মোটরযান মালিক ইচ্ছা করলে তাঁর সুবিধা অনুযায়ী বিআরটিএ’র অন্য যেকোনো সার্কেল অফিস (মেট্রো ও জেলা) থেকে মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে পারবেন। প্রতিবেদনঃ Bangladesh Road Transport Authority (BRTA)
|
১০ জানুয়ারী, ২০২৬