ক্ষুদিরামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে মুজাফফর পুর কারাগারে ১৯০৮ সালের ১১ই আগস্ট ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। তিনি সহাস্যমুখে, নির্ভীকচিত্তে গীতার আত্মতত্ত্বে উক্ত অবিনাশী আত্মার স্মরণ করে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে মাতৃভূমির জন্য আত্মাহুতি দেন।
সেইসময় বাকুড়ার পীতাম্বর দাস নামের এক চরণকবি লিখলেন ” একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে জগৎবাসী।প্রায় শতবছর পরেও আমরা এই গানটির দ্বারা সমান প্রভাবিত এবং উদ্দীপ্ত হই
মন্তব্য করুন