বিশ্বের প্রথম সাবমেরিন হিসাবে আন্ডারওয়াটার টর্পেডো নিক্ষেপের কৃতিত্ব অট্যোমান নেভির সুলতান আব্দুল হামিদ সাবমেরিনের।
১৮৮৬ সালে সাবমেরিনটি তৈরি হয়েছিলো এবং সে বছরই এটি বিশ্বের প্রথম সাবমেরিন হিসাবে সাবমার্জড অবস্থায় টর্পেডো নিক্ষেপ করে।।১৮৮৮ সালে এটি অট্যোমান নেভিতে অফিসিয়ালি যোগ দেয় এবং ১৯১০ সালে পর্যন্ত সার্ভিসে থাকে।
এটি ছিল ব্রিটিশ নররডেনফেল্ট ক্লাস সাবমেরিন, যার দুইটি সাবমেরিন আবদুল হামিদ ও আবদুল মাজিদ অট্যোমান নেভিতে সার্ভিসে ছিলো
মন্তব্য করুন