ভালো নেই বান্দরবানের পর্যটন ব্যবসায়ীরা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালো নেই বান্দরবানের পর্যটন ব্যবসায়ীরা

 

পার্বত্য জেলা বান্দরবান। ভ্রমণপিপাসুদের মনের সব খোরাক যেন এই জেলাতেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে এখানে পর্যটকের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যহারে। ফলে ভালো নেই বান্দরবানের পর্যটন ব্যবসায়ীরা।

পর্যটন ব্যবসায়ীরা জানান, বান্দরবানে এক সময় পর্যটকের ভিড়ে হোটেল-মোটেলে রুম পাওয়া ছিল কষ্টকর। এখন সেখানে পর্যটক খরায় দিনের পর দিন রুম খালি পড়ে থাকে। শুধু হোটেল-মোটেল নয় এর প্রভাব পড়েছে পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায়।

 

আরো পড়ুন:

সবচেয়ে কম ব্যয়ের শহর
সবচেয়ে কম ব্যয়ের শহর

কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল
কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

তারা জানান, ২০২০ সালে মহামারি করোনার সময় তাদের ব্যবসায় ধস নামে। সে সময় বন্ধ হয়ে যায় সব পর্যটন স্পট। তবে ২০২২ সালে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তারা। তবে গত বছরের বন্যায় আবার পর্যটন ব্যবসায় ধস নামে। আর চলতি বছরের এপ্রিলে কেএনএফ সদস্যদের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতির ঘটনা এবং এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর পর পুরোপুরি মুখ থুবড়ে পড়ে বান্দরবানের পর্যটন ব্যবসা।

বিশ্ব পর্যটন দিবসের দিন শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্রে ঘুরে অল্প সংখ্যক পর্যটকের দেখা গেছে। নীলাচল পর্যটন কেন্দ্রে টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা সুমি ত্রিপুরা বলেন, সারাদিনে মাত্র দুইশর মতো টিকিট বিক্রি করেছি। অন্যান্য সময় সাপ্তাহিক ছুটির দিন দুই হাজারের অধিক টিকিট বিক্রি হতো। যারা ঘুরতে আসছেন তারা বেশিরভাগই আশপাশের জেলার।

 

চট্টগ্রাম চন্দনাইশ থেকে আসা কামাল উদ্দিন বলেন, অনেক দিন পর সরকারি ছুটির দিনে প্রকৃতি দেখার জন্য ঘুরতে বের হয়েছি। এই মেঘলা ঘন কুয়াশার দিনে ঘুরতে এসে ভালোই লাগছে।

চট্টগ্রামের হালিশহর থেকে বেড়াতে আসা মোহাম্মদ হোসেন ও পারভিন আক্তার দম্পতি বলেন, পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত যাওয়ার দৃশ্য সত্যিই সুন্দর।

বান্দরবান হোটেল-মোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘করোনা ও বন্যার পর কেএনএফ সদস্যদের ব্যাংকে ডাকাতির ঘটনা এবং তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর পর বান্দরবানে পর্যটকের সংখ্যা কমে গেছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদের জন্য হোটেল-মোটেলে ২০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার পরেও আশানুরূপ সাড়া মেলেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এই জেলায় আবারও পর্যটকদের আগমন ঘটবে।’

 

বান্দরবান টুরিস্ট পুলিশের পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, ‘বান্দরবানে পর্যটকের সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে। প

অবশেষে লঞ্চ হলো ১৮০ সিসির হর্নেট ২.০
মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪ আপডেট: ২০:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪
অবশেষে লঞ্চ হলো ১৮০ সিসির হর্নেট ২.০
অবশেষে দেশের বাজারে Hornet 2.0 লঞ্চ করলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। শুক্রবার রাতে ভার্চুয়ালি বাইকটি লঞ্চ করা হয়।

বাইকটিতে রয়েছে ১৮৪ দশমিক ৪০ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এতে যুক্ত করা হয়েছে PGM-FI প্রযুক্তি। এই ইঞ্জিন সর্বোচ্চ ১৭ দশমিক ৩ হর্সপাওয়ার এবং ১৫ দশমিক ৯ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। ইঞ্জিন এর সাথে ৫ স্পিড গিয়ার ট্রান্সমিশন যুক্ত করা হয়েছে। রাইডিং সহজ করতে এতে স্লিপার ক্লাচের সুবিধা যুক্ত করা হয়েছে।

সাসপেনশনের জন্য Hornet 2.0 তে গোল্ডেন কালারের আপসাইড ডাউন (USD) ফ্রন্ট ফর্ক এবং রিয়ার সিঙ্গল মনোশক ইউনিট আছে। ১৭ ইঞ্চির অ্যালয় হুইলে টিউবলেস টায়ার্স রয়েছে এই বাইকে। বাইকের সামনে ও পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সামনে রয়েছে একটি ২৭৬ মিলিমিটিার ডিস্ক এবং পিছনে ২২০ মিলিমিটার ডিস্ক থাকছে এবং দুটোই পেটাল। নিরাপদ ব্রেকিংয়ের জন্য সামনে থাকছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। বাইকের কার্ব ওয়েট ১৪২ কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৭ মিলিমিটার।

বাইকটির লুকের বিষয়ে বললে, এর এক্সটেরিয়র ডিজাইন বেশ অ্যাগ্রেসিভ করে তোলা হয়েছে। বাইকটিতে এলইডি লাইটিং সেটআপ দেওয়া হয়েছে। যেমন- এলইডি হেডল্যাম্পের সাথে পজিশন ল্যাম্প, এলইডি উইঙ্কার, ইংরেজী X এর আকৃতির মতো এলইডি টেইল ল্যাম্প। এছাড়া এর স্প্লিট সিটস, ব্ল্যাকড আউট ইঞ্জিন, পুরোপুরি ডিজিটাল লিকুইড-ক্রিস্টাল ইনস্ট্রুমেন্ট প্যানেল, বডি কালারড বেলি প্যান এবং মাস্কুলার ট্যাঙ্ক বাইকটির আকর্ষণীয়তা আরো বাড়িয়ে তুলেছে। প্রিমিয়াম বাইকের মতো ইগনিশন চাবিটি দেওয়া হয়েছে ফুয়েল ট্যাংকে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বাইকটিতে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে, যা সাধারনত হোন্ডার বাইকে দেখা যায় না। আরো দেওয়া হয়েছে হ্যাজার্ড লাইট।

মোট চারটি রঙে লঞ্চ করা হয়েছে হরনেট ২.০। এগুলো হচ্ছে- পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট সাংগ্রিয়া রেড মেটালিক, ম্যাট মার্ভেল ব্লু মেটালিক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক।

এতোসব ফিচার থাকা এই বাইকটির দাম ধরা হয়েছে ২ লাখ ৮৯ হাজার টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১০

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১১

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১২

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৩

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৪

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৫

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৬

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৭

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৮

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

১৯

কেন তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য সুসংবাদ?

২০