বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ সিনেমাটির ট্রেলার প্রকাশের পর রীতিমতো তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বঙ্গবন্ধু চরিত্রে তার অভিনয় করা প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন। এবার সেই আলোচনা-সমালোচনা নিয়ে মুখ খুললেন তিনি। আরিফিন শুভ ভয়েস অফ আমেরিকার এক সাক্ষাৎকারে বলেন, প্রথমেই বলে নেই, এটি কিন্তু অফিশিয়াল ট্রেলার নয়। এটা শুধুমাত্র কান চলচ্চিত্র উৎসবের জন্য বানানো ট্রেলার। এখনো সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তার মানে রান্নাবান্না হচ্ছে এখনো। কী খাবারটা তৈরি হলো, তা কিন্তু সিনেমা না মুক্তি পাওয়া পর্যন্ত বোঝা যাবে না। সমালোচনার অনেকগুলো বিষয় আমিও শুনেছি, জেনেছি। তাই আমাকে বলতেই হচ্ছে, এই ট্রেলারটা মাত্র ১৩ দিনে বানানো হয়েছে
মন্তব্য করুন