মেট্রোরেলে দুর্ঘটনা: ভুল ম্যাটেরিয়াল ব্যবহারে প্রশ্নবিদ্ধ ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প
বুয়েটের ল্যাবে পরীক্ষা করে আগেই জানানো হয়েছিল—নির্মাণে ব্যবহৃত নির্দিষ্ট ম্যাটেরিয়াল লোড নিতে সক্ষম নয়। বিকল্প উপকরণ ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করে প্রকল্প সিন্ডিকেটের প্রভাবে অযোগ্য ম্যাটেরিয়ালই ব্যবহার করা হয়।
আজ সেই ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি সামনে এসেছে। ৩৩ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্প এখন প্রশ্নবিদ্ধ।
যারা বলেন, “একটু আধটু টাকা সরাইলে কী হয়, উন্নয়ন তো হচ্ছে”—তাদের এখন বোঝা উচিত, চুরি শুধু টাকার নয়, মানুষের জীবনেরও। এই অদক্ষতা ও দুর্নীতির চেইন একদিন না একদিন এমন মাশুল দেবে—যা কোনো উন্নয়ন দিয়ে পুষিয়ে নেওয়া যায় না।
যে দেশে একজন মানুষের জীবনের দাম মাত্র ৫ লাখ টাকা, সেখানে এসব স্থাপনার নিরাপত্তায় গুরুত্ব পাওয়ার সুযোগই থাকে না। মরলে ক্ষতিপূরণ—ব্যাপারটা যেন স্বাভাবিক হয়ে গেছে।
আমরা এমন এক দেশে বাস করি, যেখানে টাইফয়েডের ফ্রি টিকা দিতে মানুষকে জোর করতে হয়, কিন্তু প্রতিদিন রাস্তায় চলা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে কেউ এগিয়ে আসে না। এই দেশে উন্নয়ন হয়, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই।
মন্তব্য করুন