শিরোনাম ::
শিশুর দুধপান: কামড় দেওয়া রোধের সহজ সমাধান?
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৪:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 234
দুধ খাওয়ার সময় স্ত*নে কামড় দেওয়া,বাচ্চাদের একটা স্বাভাবিক প্রবণতা হলেও,একটু মনোযোগ আর ভালোবাসায় সহজে সমাধান সম্ভব
🔹 কামড় দেয়ার সাথে সাথে ব্যথায় চিৎকার করে উঠবেন না।
🔹 চিৎকার করলে বাচ্চা মজা পায় এবং আরও বেশি কামড় দেয়।
🔹 বাচ্চার পেট ভরে গেলে কামড় দেয়ার আগেই বাচ্চাকে সরিয়ে দিন।
🔹 খাওয়ার শুরুতে কামড় দিলে খাওয়ানোর পজিশন ঠিক আছে কিনা দেখুন।
🔹 দাঁত উঠার সময় বাচ্চার মাড়ি ম্যাসাজ করে দিন।
🔹 দুধ খাওয়ানোর সময় চোখে চোখ রেখে বাচ্চার সাথে কথা বলুন।
🔹 বাচ্চাকে শেখান: ‘মাকে কামড় দেয়া ঠিক না!
🔹 কামড় দিলে ১ আঙুল দিয়ে বাচ্চার মুখ আস্তে করে ছাড়িয়ে আনুন।




















