জানা গেছে, ফা-আরদ্বীন রহমান সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দেয়ালের লেখাগুলো দেখার পর তার পরিবারের সদস্যদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছেন ফা-আরদ্বীন রহমান। পুলিশ বলছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফা-আরদ্বীন রহমানসহ আট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের জেলহাজতে পাঠানো হয়। আওয়ামী সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান।
ফা-আরদ্বীনের দাবি, তিনি শেখ হাসিনার সরকারকে স্বৈরাচার তকমা দিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন। তাই জেলে থাকা অবস্থায় ২১ জুলাই রাতে কারাগারের টর্চার সেলে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। এখনো তিনি ঠিকমতো হাঁটতে পারেন না। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। ফা-আরদ্বীন রহমান বলেন, ‘রবিবার রাত ১০টার দিকে বাবার সাথে বাজার থেকে বাসায় ফিরি।
এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকেলেও লেখাটি ছিল না। অধিকাংশ সময় মা-বাবা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা হবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফা-আরদ্বীন রহমান রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে।
জানা যায়, গেল কয়েক দিন আগে বাগমারায় দেয়ালে দেয়ালে `জয় বাংলা’ স্লোগানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরপর দুই দিন পোড়ানো হয়েছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল-কুরআন। দিন দিন এ ধরনের ঘটনায় ক্রমে অস্থিরতা তৈরি হচ্ছে রাজশাহীতে।
মন্তব্য করুন