সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে রহস্য | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে রহস্য

 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে রহস্য দেখা দিয়েছে। গোয়েন্দারা বলছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই সচিবালয়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এড়িয়ে যেতে পারেন না।

সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে প্রমোশনের দাবিতে সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী আন্দোলন করে আসছেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক হতে পারে- বিষয়টি মাথায় রেখে তদন্ত করছে গোয়েন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক বিশেষ গোয়েন্দা কর্মকর্তা বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে অনেক রহস্য তৈরি হচ্ছে। এই অগ্নিকাণ্ডের তির প্রসাশনের দিকে যায়। সঙ্গে এর দায় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বানীর সদস্যরা এড়িয়ে যেতে পারের না।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সচিবালায় সিসিটিভি ফুটেজ এখনো মেলাতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ সূত্র জানায়, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ উধাও হয়ে গেছে। সূত্র জানায়, বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা বা ফুটেজ মেলেনি। তবে ভবনের বাইরে কিছু সিসি ক্যামেরা আছে। বিদ্যুৎ না থাকায় অগ্নিকাণ্ডের আগে-পরের ফুটেজ পাওয়া যায়নি। যদি ফুটেজ পাওয়া যায়, তাহলে আগুনের রহস্য অনেকটা উদ্্ঘাটিত হবে। থানা-পুলিশ, র‌্যাব ও ডিবির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

আইনশঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পরপর পুলিশ, র‌্যাবসহ একাধিক সংস্থার গোয়েন্দারা ঘটনাস্থলে রয়েছে। তারা আগুনের ঘটনার রহস্য উদ্্ঘাটনে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ পায়নি গোয়েন্দারা। এ বিষয়ে ডিবির শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমরা সচিবালয় ও আশপাশের এলাকায় নজরদারি করছি।

তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। তবে কোনো ফুটেজ পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি তারও তদন্ত করা হচ্ছে।’

আগুনে পোড়া ৭ নম্বর ভবনে সিসি ক্যামেরা মেলেনি কোন জানতে চাইলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ‘যতটুকু জানতে পেরেছি, ভবনের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে বাইরে বা গেটে আছে। সেটার ফুটেজ খুঁজে বের করার চেষ্টা করছি। বিদ্যুৎ না থাকায় ফুটেজ পাওয়া যায়নি। সবকিছু মাথায় রেখে আমরা তদন্ত করছি।’

সচিবালয় সূত্রে জানা যায়, সচিবালয়ের সব ভবনের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। তবে প্রবেশপথগুলোতে ক্যামেরা রয়েছে। কেন প্রতি ফ্লোরে ক্যামেরা নেই, তা জানা যায়নি।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ২টার কিছু সময় আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে রাতভর চেষ্টা চালানো হয়। ২০টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মধ্যরাতে কেন আগুনে সচিবালয় পুড়ল, তা উদ্ঘাটনে কাজ করছে গোয়েন্দারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সিসিটিভির ফুটেজ নিয়েও রয়েছে ধোঁয়াশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১০

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১১

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১২

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৩

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৪

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৫

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৬

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৭

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৮

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

১৯

কেন তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য সুসংবাদ?

২০