৭০০ বছরের পুরোনো চন্ডিদাস-রজকিনীর অমর প্রেমের ইতিহাস | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৬ নভেম্বর ২০২৪, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭০০ বছরের পুরোনো চন্ডিদাস-রজকিনীর অমর প্রেমের ইতিহাস

 

চন্ডিদাস আর রজকিনীর অমর প্রেম কাহিনী গল্প নয় সত্য। ঐতিহাসিক সেই ঘটনার সাক্ষী মাগুরা শালিখার ধোপাখালী গ্রাম। তাদের স্মৃতিরক্ষায় ঘাট নির্মাণসহ বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবী স্থানীয়দের। ‘চন্ডীদাস আর রজকিনী-তারাই প্রেমের শিরোমণি’, ‘বারো বছর বড়শী বাইল তবু আধার গিলল না’; আবহমানকাল ধরেই এই প্রেমগীত বাংলার নাটক, চলচ্চিত্র, যাত্রাপালা তথা হাটে, মাঠে, ঘাটে এক চির পরিচিত সুর, এক অমর প্রেম কাহিনী। শৈশব থেকেই এটা শুনে আসছি আমরা সকলেই। এটিকে প্রচলিত লোকগাঁথা হিসেবেও মনে করতেন অনেকে।
তবে চণ্ডীদাস ও রজকিনীর এই প্রেমকাহিনী কোনো কিংবদন্তি নয়, এটি একটি সত্য ঘটনা। প্রেমিক-প্রেমিকার পবিত্র ভালোবাসার বন্ধন যে কেমন হতে পারে তা শিখিয়ে গেছেন তারা। এই চণ্ডীদাস আর রজকিনীর প্রেমকাহিনী বা সত্য ঘটনা ঘটেছিলো মাগুরার এই জনপদে। আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার

জনশ্রুতি রয়েছে, এটি ১৪ শতকের শেষ ভাগের দিকের ঘটনা। চণ্ডীদাসের বাবা ছিলেন একজন ব্রাহ্মণ জমিদার। আর, রজকিনী একই গ্রামের ধোপার মেয়ে। অপরূপা সুন্দরী রজকিনীকে দেখে জমিদার পুত্র চণ্ডীদাস জাতপাত ভুলে তার প্রেমে পড়ে যান। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা ফটকি নদীসহ একাধিক নদীর সাথে সংযুক্ত এক সময়ের নদী এখন কুমোরকোঠা দুয়া নামেই পরিচিত। যার দুই ধারে ছিল তাদের দুইজনের বাড়ি। ধোপা কন্যা অপরুপ সুন্দরী রজকিনী ওপারের ঘাটে কাপড় ধুতে আসলে জমিদারপুত্র চণ্ডীদাস প্রতিদিন মাছ ধরার ছলে বড়শি নিয়ে এপারে বসে থাকতেন তাকে দেখতে। এভাবেই দিন-মাস পেরিয়ে বছর চলতে চলতে ১২ বছর কেটে যায় নিরবে। এমন কি বড়শী ছাড়াই শুধু ছিপ ফেলেই মাছ শিকারের ভান করে নিরবে ঘাটে বসে থাকেন চন্ডিদাস। অবশেষে এভাবেই ১২ বছর কেটে গেলে একদিন নিরাবতা ভেঙে রজকিনীই চণ্ডীদাসকে জিজ্ঞেস করে, ‘বাবু বড়শিতে কি মাছ ধরে’ উত্তরে চন্ডিদাস বলেন ১২ বছর পর মাত্র প্রথম মাছ বঁড়শিতে টিব/টোকা দিল। আর তখন থেকেই শুরু হয় তাদের কথোপকথন। কিন্তু, তৎকালীন হিন্দু ব্রাহ্মণ সমাজ তাদের এ অসম প্রেম কোনভাবেই মেনে নেয় না। নানা প্রতিকূলতা অপবাদে জর্জরিত প্রেমিক-প্রেমিকা সব ছেড়ে একদিন পালিয়ে যায় ভারতের বাকুরা জেলায়। সেখান থেকে পরে বৃন্দাবনে চলে যান তারা। তারপর তাদের নির্দিষ্ট কোন খোঁজ আর পাওয়া যায়নি। এদিকে, গ্রামের সমাজপতিরা দুটি পরিবারকেই সমাজচ্যুত (একঘরে) করেন। তারাও দেশ ছেড়ে পাড়ি জমান ভারতের কোন অঙ্গরাজ্যে।

স্থানীয়দের দাবি, ৭০০ শত বছর পূর্বের ঐতিহাসিক এই ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ধোপাখালী গ্রামে। চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিঘেরা ছায়া সুনিবিড় ধোপাখালী গ্রামের মাঝে ফটকি নদী সংলগ্ন সেই কুমোরকোঠা দুয়া অমর প্রেমের সাক্ষী হয়ে রয়েছে আজও।

প্রেমিক-প্রেমিকার পবিত্র মনের ভালোবাসার বন্ধন যে কেমন হতে পারে তা শিখিয়ে গেছেন তারা। তাদের প্রেমের সাক্ষী হয়ে থাকা শীর্ণ দুয়াটি (স্থানীয়দের ভাষায়) এখনও মানুষকে চন্ডীদাস ও রজকিনীর অমর সেই প্রেমকে মনে করিয়ে দেয়। তবে রূপকথার গল্পের মতো এ ঘটনাটি যে এই জনপদের তা কয়েক বছর পূর্বে সুনির্দিষ্টভাবে জানতে পেরেছে মানুষ।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
তখন থেকেই মাগুরা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে যশোর-মাগুরা মহাসড়কের ধারে অবস্থিত ধোপাখালী গ্রাম মানুষের আগ্রহের বস্তুতে পরিণত হয়েছে। বর্তমানে দূরদূরান্ত হতে মানুষ ধোপাখালীতে আসেন চণ্ডীদাস ও রজকিনীর প্রীতিময় অমর সে প্রেমের স্মৃতি রোমন্থন করতে। যদিও প্রায় ৭০০ বছর আগের সেই নদী, নদীর পাড়ে ঘাটের কোন স্মৃতি চিহ্ন আজ আর নেই। নেই জমিদার পুত্র চণ্ডিদাস বা ধোপাকন্যা রজকিনীর ভিটেমাটি বা কোন বংশধর।

প্রশাসনসহ কাছে সংশ্লিষ্টদের কাছে চন্ডীদাস ও রজকিনীর প্রবিত্র সেই অমর প্রেমের সাক্ষী ঐতিহাসিক এ স্থানে তাদের স্মৃতি রক্ষায় ঘাট নির্মাণসহ এটিকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়া তোলার দাবী জানান স্থানীয় এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১০

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১১

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১২

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৩

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৪

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৫

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৬

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৭

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৮

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

১৯

কেন তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য সুসংবাদ?

২০