ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. ইউনূসকে সভাপতি করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন আপা আপা বলা তানভীর নিজেই আ.লীগের হাতে নির্যাতিত, আছেন রাজনৈতিক আশ্রয়ে ভল্টের টাকায় অবৈধ বাণিজ্য বিডিআর বিদ্রোহের বিচার পুনরায় করা সম্ভব? সংলাপ, সংস্কার ও নির্বাচন নিয়ে যে প্রক্রিয়ায় এগোতে চায় সরকার এবার সরকারের কাছে ৬৩ কোটি ডলার সুদ চাইল রাশিয়া এফবিসিসিআই সভাপতির পদত‍্যাগ, প্রশাসক নিয়োগ তারল্য বাড়াতে ‘বিশেষ ধার’ আগামী সপ্তাহে ৭ হাজার কোটিতে নির্মিত তিন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ গার্মেন্টসে থামছে না অস্থিরতা চাকরি গেল আরো দুই লেফটেন্যান্ট জেনারেলের ওষুধের বাজারে উত্তাপ ব্যাংকিং খাত সংস্কারে ৬ সদস্যের টাস্কফোর্স গঠন সড়ক পরিবহনে আসছে ‘অ্যাকশন প্ল্যান’ গরুর দিয়ে পাট নিতে চায় পাকিস্তানি সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন, নেতৃত্বে যারা সংবিধান সংস্কারের উদ্যোগ, কমিশনের দায়িত্বে শাহদীন মালিক ছয় বিশিষ্ট নাগরিককের নেতৃত্বে সংস্কার কমিশন গঠনের ঘোষণা প্রধান উপদেষ্টার শিগগিরই মেট্রোরেলের বন্ধ থাকা স্টেশন চালু হচ্ছে বিদ্যুতের পাওনা চেয়ে ড. ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি

সহজে CS, SA, RS ও City এবং BRS জরিপ / খতিয়ান চেনার উপায় ও পদ্ধতি!

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৮:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ৫০৬৮ বার পড়া হয়েছে
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশের জায়গাজমিন নিয়ে এই পর্যন্ত বেশ  কয়েকটি জরিপ হয় যেগুলোকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে এই পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সেগুলো হচ্ছে, CS, SA, RS ও City,  BRS জরিপ খতিয়ান। এই খতিয়ানগুলো জমির  মালিকানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই খতিয়ানগুলো সম্পর্কে জানতে হবে যে, কোন খতিয়ান কোন সময়ের জরিপে এসেছে।

এই খতিয়ানগুলো দেখতে প্রায় একইরকম। তাই আমরা সাধারণরা চিনতে  পারি না যে কোনটা কোন খতিয়ান। অর্থাৎ কোনটা CS, কোনটা SA, কোনটা RS, কোনটা  BS এই খতিয়ানগুলোক আলাদা আলাদা করে চিনতে আপনাকে কিছু উপায় বা পদ্ধতি জানতে হবে। চলুন শুরু করি!!

প্রথমে CS, SA, RS ও BS /  City জরিপ খতিয়ান কী?

খতিয়ান হলো জরিপ বিভাগ কর্তৃক সরেজমিনে জমিতে গিয়ে জমির মালিকানা বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করা হয়, তাকে সাধারণত খতিয়ান বলে। আমাদের দেশে এই পর্যন্ত যতগুলো গুরুত্বপূর্ণ জরিপ পরিচালিত হয়েছে সেগুলো হলো – CS, SA, Rs ,  BS / BRS  ও City জরিপ।

CS (সি,এস) খতিয়ানঃ

  • এই খতিয়ানটি হলো ভারত উপমহাদেশের প্রথম জরিপকৃত খতিয়ান।
  • যা ব্রিটিশ শাসনামলে ১৮৮৯ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত পরিচালিত হয়।
  • এটির মাধ্যমে পুরো ভারত উপমহাদেশের সকল জমির নকশা প্রস্তুত এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর দিয়ে এই খতিয়ানটি তৈরি করা হয়।

CS খতিয়ান চিনবার উপায় হচ্ছে,
(১) এটি হবে দুই পৃষ্ঠার অর্থাৎ উভয় পৃষ্ঠার হবে।


(২) এই খতিয়ানটি হবে লম্বালম্বি উপরের ছবির মত। এটিকে  লিগেল  সাইজের পেপার ও  বলা হয়!
(৩) ছবির মত এই খতিয়ানটির প্রথম পৃষ্ঠাতে জমিদার এবং প্রজার নাম থাকবে।
( ৪)  অপর পৃষ্ঠায় “উত্তর সীমানা” নামে একটি কলাম থাকে।

এই জরিপের সময় জমিদারি প্রথা ছিল। কারণ এটি ১৯৪০ এর পূর্বে হয়েছিল। তাই জমিটি যেই জমিদারের আওতাভুক্ত ছিল এবং জমিদারের যে প্রজার ছিল তাদের নাম উক্ত খতিয়ানটিতে উল্লেখ করা হয়েছিল।

SA (এস,এ) খতিয়ান :

এই খতিয়ানটি হলো পাকিস্তান শাসনামলে জরিপকৃত খতিয়ান। ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভাগ হলে আমরা পাকিস্তান রাষ্ট্র হিসেবে গঠিত হই। আর এই পাকিস্তান শাসনামলে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়। তাই আবার ভূমি জরিপ করার প্রয়োজন পড়ে। যার ফল স্বরূপ ১৯৫৬ সালে পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ আবার জরিপ করা হয়। যাকে SA জরিপ খতিয়ান বলে। তখন এই জরিপটি দ্রুততার সাথে করাতে অনেক ভুল-ভ্রান্তি হয়। তারপরও SA খতিয়ানটি এখনও জায়গাজমিনের ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ দলিল।

SA খতিয়ান চিনবার উপায় হচ্ছে,
(১) এই খতিয়ানটি হবে এক পৃষ্ঠার।

(২) এই খতিয়ানটি ছবির মত আড়াআড়ি হবে।
(৩) ছবির মত এই খতিয়ানটির ডানপাশে সাবেক খতিয়ান CS এবং হাল নম্বর থাকবে।
(৪) রে সার্ভে বা রে ; সা ; নং লেখা থাকবে না।

RS (আর,এস) খতিয়ান :

এই জরিপটি করার মূল কারণ হচ্ছে SA জরিপ খতিয়ান ভুল থাকার কারণে। এই জরিপটি জমি, মালিক ও দখলদারের তথ্য নিয়ে সম্পন্ন করা হয়। এখন এই খতিয়ানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খতিয়ান।এটি ১৯৬৬-৮o এর মধ্যে সম্পন্ন করা হয়। কিন্তু কিছু কিছু এলাকায় এর পূর্বে এবং কিছু এলাকায়  এখন ও চলমান।
RS খতিয়ান চিনবার উপায় হচ্ছেঃ
(১) এই খতিয়ানটি ১/২ পৃষ্ঠার হয়ে থাক এবং  হাতে লেখা থাকে।


(২) এই খতিয়ানটি হবে লম্বালম্বি উপরের ছবির মত। যাকে ইংরেজিতে লিগেল  সাইজের পেপার ও
বলে।
(৩) ছবির মত এই খতিয়ানের একদম উপরে ডানপাশে লেখা থাকবে “রেসার্ভে নং।” যা এই খতিয়ানটি চিনবার একদম সহজ পথ।

City (সিটি) জরিপ খতিয়ান :

এটির আরেক নাম ঢাকা মহানগর জরিপ। যা বাংলাদেশ সরকার কর্তৃক ২০০০ সালের মধ্যে সম্পন্ন করা হয়।

এই খতিয়ানটি চিনবার উপায় হচ্ছে,
(১) এই খতিয়ানটি হবে আড়াআড়ি।

(২) এই খতিয়ানটি সম্পূর্ণ কম্পিউটার টাইপকৃত হবে। যা দেখতে ঠিক উপরের ছবিটির মত।

এবার আসি (BRS) বি আর এস খতিয়ানঃ

এটি সারা বাংলাদেশে এখন ও চলমান। যে সকল এলাকায়  আর এস ( RS) এর পর নতুন কোনো জরিপ হয়নি সেখানে বি আর এস ( BRS) সম্পন্ন হচ্ছে।
এটি চেনার উপায়ঃ
১. এটি আড়া আড়ি কম্পিউটার প্রিন্ট।

২. অনেক টা সিটি জরিপের অনূরুপ ।

আশা করি সবগুলো খতিয়ান গুলো চিনতে পেরেছেন।

আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুনঃ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সহজে CS, SA, RS ও City এবং BRS জরিপ / খতিয়ান চেনার উপায় ও পদ্ধতি!

আপডেট সময় : ০৮:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
বাংলাদেশের জায়গাজমিন নিয়ে এই পর্যন্ত বেশ  কয়েকটি জরিপ হয় যেগুলোকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে এই পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সেগুলো হচ্ছে, CS, SA, RS ও City,  BRS জরিপ খতিয়ান। এই খতিয়ানগুলো জমির  মালিকানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই খতিয়ানগুলো সম্পর্কে জানতে হবে যে, কোন খতিয়ান কোন সময়ের জরিপে এসেছে।

এই খতিয়ানগুলো দেখতে প্রায় একইরকম। তাই আমরা সাধারণরা চিনতে  পারি না যে কোনটা কোন খতিয়ান। অর্থাৎ কোনটা CS, কোনটা SA, কোনটা RS, কোনটা  BS এই খতিয়ানগুলোক আলাদা আলাদা করে চিনতে আপনাকে কিছু উপায় বা পদ্ধতি জানতে হবে। চলুন শুরু করি!!

প্রথমে CS, SA, RS ও BS /  City জরিপ খতিয়ান কী?

খতিয়ান হলো জরিপ বিভাগ কর্তৃক সরেজমিনে জমিতে গিয়ে জমির মালিকানা বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করা হয়, তাকে সাধারণত খতিয়ান বলে। আমাদের দেশে এই পর্যন্ত যতগুলো গুরুত্বপূর্ণ জরিপ পরিচালিত হয়েছে সেগুলো হলো – CS, SA, Rs ,  BS / BRS  ও City জরিপ।

CS (সি,এস) খতিয়ানঃ

  • এই খতিয়ানটি হলো ভারত উপমহাদেশের প্রথম জরিপকৃত খতিয়ান।
  • যা ব্রিটিশ শাসনামলে ১৮৮৯ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত পরিচালিত হয়।
  • এটির মাধ্যমে পুরো ভারত উপমহাদেশের সকল জমির নকশা প্রস্তুত এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর দিয়ে এই খতিয়ানটি তৈরি করা হয়।

CS খতিয়ান চিনবার উপায় হচ্ছে,
(১) এটি হবে দুই পৃষ্ঠার অর্থাৎ উভয় পৃষ্ঠার হবে।


(২) এই খতিয়ানটি হবে লম্বালম্বি উপরের ছবির মত। এটিকে  লিগেল  সাইজের পেপার ও  বলা হয়!
(৩) ছবির মত এই খতিয়ানটির প্রথম পৃষ্ঠাতে জমিদার এবং প্রজার নাম থাকবে।
( ৪)  অপর পৃষ্ঠায় “উত্তর সীমানা” নামে একটি কলাম থাকে।

এই জরিপের সময় জমিদারি প্রথা ছিল। কারণ এটি ১৯৪০ এর পূর্বে হয়েছিল। তাই জমিটি যেই জমিদারের আওতাভুক্ত ছিল এবং জমিদারের যে প্রজার ছিল তাদের নাম উক্ত খতিয়ানটিতে উল্লেখ করা হয়েছিল।

SA (এস,এ) খতিয়ান :

এই খতিয়ানটি হলো পাকিস্তান শাসনামলে জরিপকৃত খতিয়ান। ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভাগ হলে আমরা পাকিস্তান রাষ্ট্র হিসেবে গঠিত হই। আর এই পাকিস্তান শাসনামলে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়। তাই আবার ভূমি জরিপ করার প্রয়োজন পড়ে। যার ফল স্বরূপ ১৯৫৬ সালে পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ আবার জরিপ করা হয়। যাকে SA জরিপ খতিয়ান বলে। তখন এই জরিপটি দ্রুততার সাথে করাতে অনেক ভুল-ভ্রান্তি হয়। তারপরও SA খতিয়ানটি এখনও জায়গাজমিনের ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ দলিল।

SA খতিয়ান চিনবার উপায় হচ্ছে,
(১) এই খতিয়ানটি হবে এক পৃষ্ঠার।

(২) এই খতিয়ানটি ছবির মত আড়াআড়ি হবে।
(৩) ছবির মত এই খতিয়ানটির ডানপাশে সাবেক খতিয়ান CS এবং হাল নম্বর থাকবে।
(৪) রে সার্ভে বা রে ; সা ; নং লেখা থাকবে না।

RS (আর,এস) খতিয়ান :

এই জরিপটি করার মূল কারণ হচ্ছে SA জরিপ খতিয়ান ভুল থাকার কারণে। এই জরিপটি জমি, মালিক ও দখলদারের তথ্য নিয়ে সম্পন্ন করা হয়। এখন এই খতিয়ানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খতিয়ান।এটি ১৯৬৬-৮o এর মধ্যে সম্পন্ন করা হয়। কিন্তু কিছু কিছু এলাকায় এর পূর্বে এবং কিছু এলাকায়  এখন ও চলমান।
RS খতিয়ান চিনবার উপায় হচ্ছেঃ
(১) এই খতিয়ানটি ১/২ পৃষ্ঠার হয়ে থাক এবং  হাতে লেখা থাকে।


(২) এই খতিয়ানটি হবে লম্বালম্বি উপরের ছবির মত। যাকে ইংরেজিতে লিগেল  সাইজের পেপার ও
বলে।
(৩) ছবির মত এই খতিয়ানের একদম উপরে ডানপাশে লেখা থাকবে “রেসার্ভে নং।” যা এই খতিয়ানটি চিনবার একদম সহজ পথ।

City (সিটি) জরিপ খতিয়ান :

এটির আরেক নাম ঢাকা মহানগর জরিপ। যা বাংলাদেশ সরকার কর্তৃক ২০০০ সালের মধ্যে সম্পন্ন করা হয়।

এই খতিয়ানটি চিনবার উপায় হচ্ছে,
(১) এই খতিয়ানটি হবে আড়াআড়ি।

(২) এই খতিয়ানটি সম্পূর্ণ কম্পিউটার টাইপকৃত হবে। যা দেখতে ঠিক উপরের ছবিটির মত।

এবার আসি (BRS) বি আর এস খতিয়ানঃ

এটি সারা বাংলাদেশে এখন ও চলমান। যে সকল এলাকায়  আর এস ( RS) এর পর নতুন কোনো জরিপ হয়নি সেখানে বি আর এস ( BRS) সম্পন্ন হচ্ছে।
এটি চেনার উপায়ঃ
১. এটি আড়া আড়ি কম্পিউটার প্রিন্ট।

২. অনেক টা সিটি জরিপের অনূরুপ ।

আশা করি সবগুলো খতিয়ান গুলো চিনতে পেরেছেন।

আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুনঃ