ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে অনলাইনে মেলার আয়োজন করেছে ইলেশন ইভেন্ট সলিউশনস। আগামী ৯ ও ১০ তারিখ দুইদিন, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বনানীর রয়াল পার্ক রেসিডেন্স হোটেলে চলবে “Pre-falgun and Valentines carnival ”
ছোট পরিসরে হলেও মেলায় অনেক প্রতিষ্ঠিত বিক্রেতা মেলায় থাকছেন। সাথে অনেক নতুন বিক্রেতাও আছেন। যারা প্রচণ্ড পরিশ্রম করে সততার সঙ্গে নিজের ব্যবসা দাঁড় করাচ্ছেন।
ইলেশন এর ফারিয়া শাওরীন বললেন, গতানুগতিক এক্সিবিশনগুলো থেকে ইলেশন একটু ভিন্ন আয়োজন করেছে এবার। শুধু ক্রয় বিক্রয় না, মেলায় আগত অতিথিরা যেনো একটা সুন্দর আনন্দঘন সময় কাটাতে পারে, এই জন্য পাশাপাশি থাকছে লাইভ মিউজিক এর আয়োজন, যেখানে নতুন পুরাতন শিল্পীরা গানে গানে সবাইকে মাতিয়ে রাখবে। আর গান শুনতে শুনতে অতিথিদের সময় কাটানোর জন্য থাকছে ফুড ফেস্টিভ্যাল, যেখানে তারা পাবেন অত্যন্ত হাইজেনিক পরিবেশে তৈরি করা ঘরোয়া রন্ধনশীল্পিদের দের অনেক রকমের মজার শীতের পিঠা, স্ন্যাকস, কেক, ফুচকা, জুস ইত্যাদি। ঘরে বসে যারা ফেসবুকে খাবারের ব্যাবসায় আছেন, তাদের নিজেদের রান্নার দক্ষতা দেখাতে তারা এখানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি মেহেদি কর্নার থেকে ফাল্গুনের সাজের পূর্ব প্রস্তুতি হিসেবে আগত অতিথিরা হাত রাঙিয়ে নিতে পারবে। আর থাকবে ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স থিমের সুন্দর দুইটি ফটোবুথ, যেখানে ছবি তুলে দিবেন Studio 19 এর স্বনামধন্য ফটোগ্রাফাররা।
বর্তমানে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে। ঢাকায় সুস্থ ও নিরাপদ পরিবেশে বিশেষ দিনে ঘোরাঘুরির জায়গা ও অনেক কম। এসব দিক মাথায় রেখেই এই মেলার আয়োজন। আমাদের লক্ষ্য যেন এই মেলা থেকে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই লাভবান হন এবং একটা স্মৃতিময় দিন কাটাতে পারেন।
এই মেলায় শাড়ি, কামিজ থেকে শুরু করে ওয়েস্টার্ন কাপর, ছেলেদের কাপর, হাতে বানানো গয়না, চুড়ি, ইম্পোর্টের গয়না, খেলনা, গেজেটস, খাবার-দাবার, হ্যান্ডিক্রাফট ও প্রি-অর্ডারের কিছু আইটেমসহ আরও অনেক অনেক প্রোডাক্ট।
আমি মূলত এই প্ল্যাটফর্মটিকে ক্রেতা-বিক্রেতার বিশ্বস্ত একটি জায়গা হিসেবে দাঁড় করাতে চাই। ফেসবুকের রিচ কম থাকায় অনেকের ব্যবসা থমকে গেছে। অন্যদিকে অনলাইনে কেনাকাটা করে অনেক ক্রেতাই প্রতারিত হচ্ছেন। এই দুটো সমস্যার সমাধান করতে চাই ইলেশনের প্ল্যাটফর্মে মাধ্যমে। এখানকার বিক্রেতারা যেমন বিশ্বস্ত, ক্রেতাও ভীষণ রুচিসম্মত। সবমিলিয়ে এই অনলাইন মেলা সবার উপস্থিতিতে আনন্দমুখর হবে বলে আশা করছি।
ইলেশনের পেজ লিংক
https://www.facebook.com/share/1H1DzxVxHJ/
কার্নিভালের ইভেন্ট লিংক
https://www.facebook.com/share/1FS99HrDTc/
রয়াল পার্ক রেসিডেন্স হোটেলের পেজ লিংক
https://www.facebook.com/share/1BZv3L1AFE/
মন্তব্য করুন