উওর একটাই ব্রডকাস্টিং রাইটস কিনে নেওয়া টি-স্পোর্টস এন্ড কোং রাইটস কিনছে ৪৬ ম্যাচের হিসেবে,সেই হিসাবে তারা সব প্রস্তুতি নিচ্ছে! কিন্তু এখন দল বাড়লে সময় বাড়বে, ম্যাচ বাড়বে। এতে আর্থিক ক্ষতি মুখোমুখি হবে বিসিবি আর ব্রডকাস্টারা। বিসিবি ও চাচ্ছে না কাউকে ক্ষতির মুখের ঠেলে দিয়ে বিপিএল আয়োজন করতে!
মূলত এই কারণে ২০২৫ বিপিএলে নতুন করে কোনো দল বাড়ছে না।
তবে হতাশ হবার কিছু নাই! ২০২৬ বিপিএলে দল ও বাড়বে ভেন্যুও বাড়তেছে। এমনকি বিদেশি মালিকানা উনমুক্ত করে দেওয়ার ব্যাপারেও ফারুক আর বোর্ডের বাকিরা আগ্রহী!
একটা কথা বলাই যায় বিপিএল ২০২৬ এক প্রকার নতুন রুপে সবার কাছে উপস্থাপিত হবে যার শুরু হবে ২০২৫ সালের মে/জুন মাসে টেন্ডার আহবান এর মধ্যে দিয়ে! রিপোর্ট অনুযায়ী ৫-৭ বছরের জন্য দল দিয়ে দিতে চায় বর্তমান বোর্ড!!!! দীর্ঘমেয়াদী হওয়ায় বাড়তে পারে ফ্রাঞ্চাইজ ফি!
স্লটে পরিবর্তন আনতে আগ্রহী আরব আমিরাত – সিইও,আইএল টি২০। আজকেও আরব আমিরাতে গেছে বিসিবির সভাপতি, কিন্তু কি কাজে তা জানা যায়নি!
#BangladeshCricket #BPLT20
মন্তব্য করুন