শিরোনাম ::
ঢাকা মাতাচ্ছেন বিশ্বব্যাপী জনপ্রিয় জার্মান টিকটকার নোয়েল রবিনসন
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 122
জার্মান টিকটকার নোয়েল রবিনসন, যিনি সোস্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। তিনি দর্শকদের কাছে পরিচিত ‘নোয়েলগোজক্রেজি’ নামে। এই টিকটকার ও নৃত্যশিল্পীকে বিশ্বের নানা প্রান্তে দেখা যায়। সম্প্রতি বাংলাদেশের রাস্তায় দেখা গেল জার্মান এই জার্মান টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসনকে।
ঢাকার রাস্তায় হঠাৎ নোয়েলকে দেখে তরুণেরা চমকে যাচ্ছেন। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে কখনও শাকিব খানের উরাধুরা গান কিংবা বাংলাদেশের নানা গানে তাকে ভিডিও নির্মাণ করতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে ঢাকার রাস্তায় ঘোরাঘুরির কয়েকটি ভিডিও ক্লিপ নোয়েল তার টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেছেন।