নারী ক্রীড়ায় সম্প্রচার বৈষম্য: সংসদ টিভিকে স্পোর্টস চ্যানেল করার আহ্বান
- আপডেট সময় : ০৬:১৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 73
বাংলাদেশ জয়ী, ফিরলে আবার তাদের জন্য বরাদ্দ হবে ছাদ খোলা বাস, আবারও তখন সকল মিডিয়া উঠে পড়ে নামবে তাদের নিয়ে নিউজ করতে… পত্রিকার পাতাগুলো ভরে যাবে বড় বড় হেডিং এ…
অথচ এই মেয়েদের একটা খেলাও কোন চ্যানেল সম্প্রচার করেনি… স্পন্সর না পাওয়ার অযুহাতে দিনের পর দিন মেয়েদের প্রতিটি খেলা প্রচার বিমুখ… কিন্তু এই মেয়েরাই ক্রিকেটে এশিয়া কাপ জিতেছে, এরাই ফুটবলে সাফ জয়ী… যা ছেলেদের এখনও অধরা… ক্রীড়া ক্ষেত্রে আমাদের দেশে নারী পুরুষদের বেতন কাঠামোর বৈষম্য তো আছেই সাথে প্রচারের এই বৈষম্যও চলমান…
বেসরকারি গণ্যমাধ্যমকে না হয় বাদ দিলাম তাদের বিজ্ঞাপন টাকা না হলে তারা কিছু প্রচার করবে না… কিন্তু এই বৈষম্য দূর করতে সরকারি গণমাধ্যম কি কোন ভূমিকা রাখতে পারে না?? বিটিভিকে বাদ রাখলাম সরকারি ও দেশের খবরা-খবরের জন্য কিন্তু তারপাশে যে বিটিভি ওয়ার্ল্ড বা সংসদ টিভি ছিলো এর কোনটা কি খেলার জন্য বরাদ্দ করা যায় না?? যেখানে নারীদের প্রতিটি খেলার প্রচার থাকবে বাধ্যতামূলক, পাশাপাশি ছেলে-মেয়ে উভয়ের জাতীয় পর্যায়ের খেলাগুলোসহ অন্যান্য ইভেন্টগুলোর প্রচার চলবে নিয়মিত…
সারা বছর সংসদ কার্যক্রম থাকে না… যে সময়গুলোতে থাকে তা বিটিভিতেই দেখানো যায়… আমাদের ছোটবেলায় তেমনটাই দেখেছি… তাই অযথা সেটার জন্য একটা চ্যানেল না রেখে বরং দেশের ক্রীড়াংগনের উন্নয়নে সেটাকে পুরোপুরি স্পোর্টস চ্যানেল হিসেবে তৈরি করা যেতে পারে বলে মনে করি… তাতে করে যারা খেলার সাথে সম্পৃক্ত থেকে নিজেদের ক্যারিয়ার গড়তে চায় তাদেরও কাজের ক্ষেত্র তৈরি হবে এবং সকল খেলার ইভেন্টগুলোও আরও উন্নত হবে… কারণ যেকোনো খেলার প্রচার সেই খেলার প্রসারে বড় ভূমিকা রাখে… এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি…