ভাই চোর, এই চিঠি তোমার জন্য
- আপডেট সময় : ১০:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ৫০০৮ বার পড়া হয়েছে
ঢাকার কলাবাগান থেকে বাসে করে চট্টগ্রামে যাচ্ছিলেন। ফকিরাপুল যেতেই দেখেন, মাথার ওপরের তাকে রাখা আর সবই আছে, নেই শুধু লেন্সসহ ক্যামেরার দুটি ব্যাগ। সাধনার জিনিসগুলো হারিয়ে ভীষণ কষ্ট পেয়েছেন আবদুল্লাহ আল মাহাদি
জানি না, এ লেখা তুমি পড়বে কি না; কখনো আমার মনের কষ্ট তোমার কাছে পৌঁছাবে কি না। তবু তোমার উদ্দেশেই এই খোলা চিঠি। যদি তোমার ঠিকানা জানতাম আর সেই ঠিকানায় চিঠিটা লিখতাম, তবে তুমি প্রতিটা হরফেই দেখতে পেতে অশ্রুর দাগ। দেখতে পেতে শীতের রাতে জ্বরাক্রান্ত শরীরেও ইভেন্ট কাভার করতে গিয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকা একজন মানুষ, যে কিনা আবার গরমেও ঘামতে ঘামতে চামড়ায় ঘা বানিয়ে ফেলা একজন মানুষ। আর তার এই কষ্ট শুধু একটা ক্যামেরা কিনবে বলে। শুধু ছবির মানুষ হবে বলে যে মানুষটা দীর্ঘ সাড়ে চারটি বছর সব রকমের কষ্ট সহ্য করেছে। তুমি সেই মানুষটার স্বপ্ন, স্বপ্নের চাবিকাঠিকে চুরি করেছ।
তোমাকে আমার অনেক কথা বলার আছে ভাই। অনেক কথা। জানো ভাই, আমি ষষ্ঠ শ্রেণি থেকে একটি ক্যামেরার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এসে, এই তো সেদিন আমি ছুঁতে পেরেছি। সেটাও তুমি কেড়ে নিলে। জানো, গুনে গুনে মাত্র ২৯ দিন ক্যামেরাটা আমার হাতে ছিল।