শিরোনাম ::
রাতে মাহফুজ আলমের পোস্ট; বললেন, ‘মিত্রদের জড়ো করুন’

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৭:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 36
রাতে ফেসবুক আইডিতে ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাইবিরোধী শক্তি শিরোনামে পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি মিত্রদের জড়ো করা এবং শত্রুদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। মাহফুজ আলম বলেছেন, শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে। মুজিববাদী পেরাডাইম আর ইতিহাসতত্ত্ব আবার সক্রিয় হচ্ছে। বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়াই শক্তিশালী হচ্ছে। আজ রোববার রাতে তিনি এ পোস্ট দেন। মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদের বিভিন্ন শাখা-প্রশাখা আবার সক্রিয় হচ্ছে। পুরানো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে। সরকারের দায় দিন, অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি। কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতো পারছি না, সেসব ব্যাখ্যা আমরা দেব। কিন্তু, কালচারাল ফ্যসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। সামাজিক ফ্যাসিবাদ বনাম…