শিরোনাম ::
শেখ হাসিনার পিএইচডি ডিগ্রি প্রত্যাহারের আহ্বান পিনাকীর

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৭:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 24
শেখ হাসিনার অনারারি পিএইচডি ডিগ্রি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। আজ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি দাবি করেন, শেখ হাসিনা তার প্রথম মেয়াদে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অনারারি পিএইচডি ডিগ্রি নিয়েছিলেন, যা এখন প্রশ্নবিদ্ধ।
পিনাকি ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কাছে আনুষ্ঠানিকভাবে পিএইচডি প্রত্যাহারের দাবি জানানো।
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসে থাকা একাডেমিক ও গবেষকদের এ বিষয়ে সম্পৃক্ত করা যেতে পারে, যাতে তারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ প্রয়োগ করতে পারেন।