স্টার সিনেপ্লেক্সে দেখলাম আলোচিত “MR-9 : Do Or Die” মুভি
- আপডেট সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ৫০২০ বার পড়া হয়েছে
MR-9 : Do Or Die (স্পয়লার নেই)
স্টার সিনেপ্লেক্সে দেখে নিলাম আলোচিত “MR-9 : Do Or Die” মুভি। এককথায় অসাধারণ অনুভূতি। বড় পর্দার জন্য পারফেক্ট মুভি। স্পেশালি লোকেশন, মিউজিক, সিনেমাটোগ্রাফি অনেক দুর্দান্ত। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানার আধুনিক উপস্থাপনা। এই সিনেমার ফাইট ডিরেক্টর দারুণ কাজ করেছেন। অ্যাকশন দৃশ্যগুলো প্রশংসার দাবী রাখে। বিশেষ করে মাসুদ রানা অর্থাৎ এবিএম সুমন অসাধারণ। গোয়েন্দা মাসুদ চরিত্রে সুমন দর্শকের হৃদয় কাড়তে সক্ষম হয়েছেন। সিনেমার চিত্রনাট্য, ক্যারেক্টার বিল্ডাপ, স্টোরি বিল্ডাপ প্রশংসনীয়। তবে মুভির দ্বিতীয় পার্টে হয়তো গল্পের গতি, উত্তেজনা বেশি থাকবে। সে হিসেবে নির্মাতা মাত্র গর্তে হাত দিয়েছেন বলা যায়। সবমিলিয়ে, মুভিটা আরও দুর্দান্ত হতে পারতো বাট ভালো হয়েছে।
সিনেমার গল্প নিয়ে বলার নেই। সবার জানা গল্পই আধুনিকভাবে উপস্থাপন করেছন আসিফ আকবর।
অভিনয় নিয়ে বলা যেতেই পারে। প্রথম এবিএম সুমনের অভিনয় নিয়ে বলতে হয়। মাসুদ রানা চরিত্রে আমাদের দেশে সুমনের চেয়ে বেস্ট আর কেউ হয় না। তার বডি ফিটনেস, লুক, এটিটিউড, সংলাপ সবকিছুই মাসুদ রানার সাথে যায়। বিশেষ করে তার এগ্রেসিভ লুক অসাধারণ। ফাইট দৃশ্যগুলোতে ভীষণ দারুণ লেগেছে তাকে। তিনি মাসুদ রানা হয়ে উঠতে পেরেছেন। এছাড়া ভিলেন চরিত্রে ফ্র্যাংক গ্রিলো দারুণ। সিআই কর্মকর্তা চরিত্রে নিকো ফস্টার মোটামুটি হলেও আরেক এজেন্ট জো হোয়াইট দুর্দান্ত। তবে আমাদের আনিসুল হক মিলন অবাক করেছেন, অসাধারণ। শহীদুল আলম সাচ্চুর অভিনয় ভালো লাগেনি। মেয়ে চরিত্রে সবাই ভালো করেছে।
‘MR-9’ -এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা, আসিফ আকবর ও আব্দুল আজিজ। তিনজনই মেধার পরিচয় দিয়েছেন। তারা চেষ্টা করেছেন বেস্ট কিছু করার। ভারতীয় সাউনৃড আর্টিস্ট রিকি কেজেরও প্রশংসা করতে হয়। মুভিতে আবার কিছু কিছু ক্যামেরার কাজ টপনচ ছিল। যা মুভির সেকেন্ড পার্টে হয়তো বড় করে ওঠে আসবে। যাইহোক, পার্সোনালি আমার কাছে মুভিটা ভালো লাগছে। আমাদের দেশে মাসুদ রানা অনেকের স্বপ্নের চরিত্র। আর সেই চরিত্রের পর্দায় আধুনিক উপস্থাপন নিঃসন্দেহে প্রশংসনীয়। সময় করে অবশ্যই দেখে ফেলুন।