শিরোনাম ::
১০১ দিন লাইফ সাপোর্ট, দিনে খরচ ১২ লাখ, যেভাবে সামলেছেন তনি

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০১:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / 51
গত ১৫ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। তিনি ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তনির স্বামীর মৃত্যুতে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন। অনেকেই নানাভাবে তনিকে কটাক্ষও করেন। কটাক্ষের কারণ ছিল হাসপাতালে স্বামীর সঙ্গে তোলা তার একটি ছবিকে কেন্দ্র করে। ওই ছবিতে দেখা যায়, তনি তার স্বামীর পাশে দাঁড়িয়ে রয়েছেন। এসময় তার ঠোঁটে গাঢ় লিপস্টিক ছিল। এসব নিয়ে শনিবার (১৮ জানুয়ারি) রাতে ফেসবুকে একটি দীর্ঘ আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।বানান সমস্যা ও বাক্যের কিছু অসঙ্গতিসহ স্ট্যাটাসের বিশেষ কিছু অংশ হুবহু তুলে ধরা হলো- মিশন সাকসেসফুল এই ছবিটা পোস্ট করে যারা এসব লিখেছেন, আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল? একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না। হিংসুটে…