ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রলীগের সাবেক নেতারা আজ ডিসির দায়িত্বে শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারেন হাসিনাকে যেভাবে ভারত থেকে ফেরত আনা সম্ভব জ্বালানির অভাব, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক বিকল্প নেই বিপিডিবির ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি:অর্থ উপদেষ্টা এত বিদ্যুৎকেন্দ্র, তবু কেন লোডশেডিং পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের নেপথ্যে কী ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ টাকা পাচারের স্বর্গ বাংলাদেশ রাজাকার খুঁজে বার করার ভার পেলেন তাঁদেরই আইনজীবী পুলিশ সংস্কারে শিগগিরই প্রাথমিক কমিটি গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে মেট্রোরেলের ছিদ্দিকের চুক্তি বাতিল, চলতি দায়িত্বে রউফ বিডিআর বিদ্রোহ মামলায় ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনে জোর প্রধান উপদেষ্টার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ে রেকর্ড! গণঅভ্যুত্থানে নিহত ৬৩১, আহত ১৯২০০ শাহজালাল বিমানবন্দরে পরিবর্তনের হাওয়া ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি: অর্থ উপদেষ্টা নিম্ন আদালতের ১৬৮ বিচারককে একযোগে বদলি

‘১৯৭১: সেইসব দিন’ মুক্তির ১সপ্তাহের মাথায় হল পেল না?

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ৫০১৫ বার পড়া হয়েছে
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনুদানের সিনেমা ‘১৯৭১: সেইসব দিন’ মুক্তি পেয়েছিল গত শুক্রবার। মূলত মাল্টিপ্লেক্সগুলোতেই সিনেমাটি দেখার সুযোগ পেয়েছে দর্শক। নির্মাতা হৃদি হক তার প্রথম সিনেমাতেই মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন ভিন্ন এক আঙ্গিকে, যে চেষ্টাটা সাধুবাদ পেয়েছে দর্শকের কাছ থেকে। যারাই এই সিনেমাটি দেখেছেন, একবাক্যে স্বীকার করে নিয়েছেন, অনুদানের টাকার শতভাগ ব্যবহার হয়েছে এই সিনেমায়, সরকারী টাকায় যথেচ্ছাচার করেনি কেউ, সিনেমাটি নির্মাণ করতে গিয়ে অসততার আশ্রয়ও নেননি নির্মাতা, উল্টো ঢালতে হয়েছে গাঁটের টাকা।

সিনেমা হিসেবে ‘১৯৭১: সেইসব দিন’ নিখুঁত হয়নি। ভুলত্রুটি এই সিনেমাতেও আছে, আছে কমতি, আছে সমালোচনার জায়গা। সেসব সিনেমার পেছনে কাজ করা মানুষগুলোও জানেন, নিজেদের ভুলত্রুটি তারা স্বীকারও করে নেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর তারা জানেন না। কেন দর্শক রেসপন্স ভালো থাকার পরও মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা মিলিয়ে সিনেমাটি একটি শো-ও পেল না? এটা যে কোন সিনেমার নির্মাতার জন্য হতাশাজনক, হতাশাজনক দর্শকের জন্যেও, যারা ভালো গল্পে নির্মিত সিনেমা দেখতে চান।

ভারতীয় সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছে আজ, হলিউড-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘এমআর- নাইন’ চলছে সাড়ম্বরে। একারণে ঈদের দুই সিনেমা সুড়ঙ্গ এবং প্রিয়তমা নেমে যাওয়ার পরও (প্রিয়তমার একটি শো চলছে সিনেপ্লেক্সে) ব্রাত্য থেকে গেছে ১৯৭১: সেই সব দিন। প্রশ্নটা এখানেই। ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর কয়েকটি শো কি মুক্তিযুদ্ধের এই সিনেমাটি পেতে পারতো না?

মাল্টিপ্লেক্সকে ঘিরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। আর স্টার সিনেপ্লেক্স সেই বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে। তাই এই মাল্টিপ্লেক্স চেইনের কাছে আমাদের প্রত্যাশাটাও বেশি। সেই জায়গা থেকেই মনে হচ্ছে, মুক্তিযুদ্ধের এই সিনেমাটাকে আরেকটু ভালোভাবে তারা সাপোর্ট দিতে পারতেন। পারতেন সিনেমার বিশাল পটভূমিতে নবীন এক নির্মাতার কাঁধে ভরসার হাত রাখতে। ব্যবসার খাতিরে হয়তো তারা কিসি কা ভাই কিসি কি জান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তাদের এই সমর্থনটা এই সিনেমার জন্য বড্ড দরকার ছিল। যে সিনেমা আমাদের গৌরবের গল্প বলে, আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের গল্প বলে, সেই সিনেমাটার বেলায় লাভ ক্ষতির হিসেবের খানিকটা ঊর্ধ্বে উঠলেও বোধহয় ক্ষতি ছিল না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘১৯৭১: সেইসব দিন’ মুক্তির ১সপ্তাহের মাথায় হল পেল না?

আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

অনুদানের সিনেমা ‘১৯৭১: সেইসব দিন’ মুক্তি পেয়েছিল গত শুক্রবার। মূলত মাল্টিপ্লেক্সগুলোতেই সিনেমাটি দেখার সুযোগ পেয়েছে দর্শক। নির্মাতা হৃদি হক তার প্রথম সিনেমাতেই মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন ভিন্ন এক আঙ্গিকে, যে চেষ্টাটা সাধুবাদ পেয়েছে দর্শকের কাছ থেকে। যারাই এই সিনেমাটি দেখেছেন, একবাক্যে স্বীকার করে নিয়েছেন, অনুদানের টাকার শতভাগ ব্যবহার হয়েছে এই সিনেমায়, সরকারী টাকায় যথেচ্ছাচার করেনি কেউ, সিনেমাটি নির্মাণ করতে গিয়ে অসততার আশ্রয়ও নেননি নির্মাতা, উল্টো ঢালতে হয়েছে গাঁটের টাকা।

সিনেমা হিসেবে ‘১৯৭১: সেইসব দিন’ নিখুঁত হয়নি। ভুলত্রুটি এই সিনেমাতেও আছে, আছে কমতি, আছে সমালোচনার জায়গা। সেসব সিনেমার পেছনে কাজ করা মানুষগুলোও জানেন, নিজেদের ভুলত্রুটি তারা স্বীকারও করে নেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর তারা জানেন না। কেন দর্শক রেসপন্স ভালো থাকার পরও মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা মিলিয়ে সিনেমাটি একটি শো-ও পেল না? এটা যে কোন সিনেমার নির্মাতার জন্য হতাশাজনক, হতাশাজনক দর্শকের জন্যেও, যারা ভালো গল্পে নির্মিত সিনেমা দেখতে চান।

ভারতীয় সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছে আজ, হলিউড-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘এমআর- নাইন’ চলছে সাড়ম্বরে। একারণে ঈদের দুই সিনেমা সুড়ঙ্গ এবং প্রিয়তমা নেমে যাওয়ার পরও (প্রিয়তমার একটি শো চলছে সিনেপ্লেক্সে) ব্রাত্য থেকে গেছে ১৯৭১: সেই সব দিন। প্রশ্নটা এখানেই। ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর কয়েকটি শো কি মুক্তিযুদ্ধের এই সিনেমাটি পেতে পারতো না?

মাল্টিপ্লেক্সকে ঘিরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। আর স্টার সিনেপ্লেক্স সেই বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে। তাই এই মাল্টিপ্লেক্স চেইনের কাছে আমাদের প্রত্যাশাটাও বেশি। সেই জায়গা থেকেই মনে হচ্ছে, মুক্তিযুদ্ধের এই সিনেমাটাকে আরেকটু ভালোভাবে তারা সাপোর্ট দিতে পারতেন। পারতেন সিনেমার বিশাল পটভূমিতে নবীন এক নির্মাতার কাঁধে ভরসার হাত রাখতে। ব্যবসার খাতিরে হয়তো তারা কিসি কা ভাই কিসি কি জান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তাদের এই সমর্থনটা এই সিনেমার জন্য বড্ড দরকার ছিল। যে সিনেমা আমাদের গৌরবের গল্প বলে, আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের গল্প বলে, সেই সিনেমাটার বেলায় লাভ ক্ষতির হিসেবের খানিকটা ঊর্ধ্বে উঠলেও বোধহয় ক্ষতি ছিল না।