ইংলিশ কাউন্টিতে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৪ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইংলিশ কাউন্টিতে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

 

প্রশ্নবিদ্ধ সাকিব আল হাসানের বোলিং! খবরটা শুনে যে কেউ রীতিমতো চমকে যেতে পারেন। ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বাঁহাতি এ অলরাউন্ডার। কখনো তো এমন কিছু হয়নি তার। এবার সেটাই হয়েছে। সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন। একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দ্রুতই স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। আপাতত ইংল্যান্ডকেই এই পরীক্ষা দেওয়ার জন্য বেছে নিয়েছেন ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার। বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কাউন্টিতে খেলতে গিয়েছিলেন সাকিব। সারের হয়ে সমারসেটের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। দুই ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। প্রথম ইনিংসে ৩৩.৫ ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৯.৩ ওভার। অর্থাৎ দলের ১৫৯.২ ওভারের মধ্যে সাকিব একাই করেছিলেন ৬৩.২ ওভার। পরে ভারত সফরে চেন্নাইয়ে ২১ ও কানপুরে মাত্র ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি। হঠাৎ করে সাকিবের এত কম বোলিং এক রকম প্রশ্ন জাগাচ্ছিল সবার মনেই। বিষয়টি নিয়ে চারদিকে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গিয়েছিল। অবশ্য তখনো সাকিবের বোলিং নিয়ে কোনো প্রশ্ন আসেনি। আন্তর্জাতিক ক্রিকেটে তো নয়ই। পরে জানা গেছে, কাউন্টি কর্তৃপক্ষ থেকেই অনানুষ্ঠানিকভাবে সাকিবকে বোলিং অ্যাকশনের বিষয়টি জানানো হয়েছে। এজন্য নিজ উদ্যোগে পরীক্ষার মাধ্যমে এখনই যাচাই করে নিতে চান বাঁহাতি এ অলরাউন্ডার।

বোলিং অ্যাকশনের বিষয়টি সামনে আসার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না সাকিবের। দুদিন আগেই বিসিবির ঘোষিত ১৫ সদস্যের দলেও রাখা হয়নি তাকে। যদিও বিসিবি প্রেসিডেন্ট সাকিবের না থাকার ব্যাখ্যাটা দিয়েছিলেন এভাবে, ‘সাকিবের কাছ থেকেই এসেছে সিদ্ধান্তটা (খেলতে না চাওয়া)। যখন শেষ টেস্টটা (মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট) খেলতে পারেনি, সে হতাশ ছিল। এটা তার দিকের কারণ।’ শেষ টেস্ট খেলতে না পারায় সাকিব হতাশ ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এটা আপনি হয়তো মানবেন না। ভাবতে পারেন, সে যা করেছে, প্রাপ্য বলব না—তবে এরকম হতে পারে। আমার মনে হয়, সে যখন খেলতে পারেনি, হতাশ ছিল; অনুশীলন ওরকম করেনি। সে অনেক পেশাদার ক্রিকেটার। হয়তো ভেবেছে, যেহেতু অনুশীলন ঠিকঠাক করেনি, এই সিরিজ খেললে তার জন্য বা দেশের জন্য ভালো হবে না।’

বিসিবি প্রেসিডেন্ট হয়তো বোলিং অ্যাকশনের কথাটা জেনেও বিষয়টি আড়ালেই রাখতে চেয়েছিলেন কিংবা তিনি জানেনই না। তবে তা আর আড়ালে রইল কই। তারপরও সাকিবের জন্য সুখবর হচ্ছে, অ্যাকশন পরীক্ষায় ইতিবাচক ফল এলেই দুবাইয়ে টি-টেন লিগে খেলতে যাবেন তিনি। বিসিবির কাছে এরই মধ্যে অনাপত্তিপত্রের জন্য আবেদনও করে রেখেছেন তিনি। যদিও এখনো বিসিবি থেকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি বলেই জানা গেছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ওয়ানডে দলে দেখা যাবে বাঁহাতি এ অলরাউন্ডারকে। পাকিস্তানে হতে যাওয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ওই সিরিজ খেলবেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যেতে পারেন অভিজ্ঞ এ অলরাউন্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১০

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১১

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১২

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৩

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৪

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৫

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৬

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৭

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৮

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

১৯

কেন তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য সুসংবাদ?

২০