ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

উখিয়ায় রোহিঙ্গা মাঝি হত্যায় মূলহোতাসহ গ্রেপ্তার ২

Link Copied!

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মাঝি আজিম হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়নারঘোনা ১৯ নম্বর ক্যাম্পের মৌলভী জকরিয়ার ছেলে মৌলভী আনাস (৪০) ও ২০ নম্বর ক্যাম্পের মৃত মো. হাসানের ছেলে নুর মোহাম্মদ।
সোমবার (১৩ জুন) ও মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, সোমবার রাতে রোহিঙ্গা মাঝি আজিম হত্যা মামলার আসামি আনাসকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই হত্যাকাণ্ডের মূলহোতা এবং মামলার ১৪ নম্বর আসামি। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এপিবিএন-১৪-এর পুলিশ সুপার নাঈমুল হক জানান, মঙ্গলবার ভোর রাতে হেড মাঝি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। সে আজিম উদ্দিন হত্যা মামলার ১৫ নম্বর আসামি। তাকে উখিয়া থানার হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাঝি আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সমজিদা বাদী হয়ে পরদিন উখিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।