ঢাকাশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

বৈধ পথে থাকতে গিয়েই মূলত পিছিয়ে পড়েছে বিপিএল

ডেস্ক নিউজ
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

বৈধ পথে থাকতে গিয়েই মূলত পিছিয়ে পড়েছে বিপিএল

গত ১২ বছরেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি চালু করতে না পারাটাই বড় অপ্রাপ্তি। বিপিএল কর্তারা যতই বলুক আইপিএলের পর বিপিএল, এসব কথা মেনে নেওয়ার কোন উপায় নেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা রংপুর রাইডার্সের কথা বাদ দিলে বিপিএলকে তুলনা করতে পারবেন পাড়ার কোন লিগের সাথে। এমন অবস্থায় যাওয়ার মূল কারণ জু*য়াকে প্রমোট করতে না পারা। বাংলাদেশের আইনে নিষি দ্ধ বলেই বিসিবিরও করার কিছু থাকে না। যা অন্যান্য দেশ, ইভেন পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের মত মুসলিম দেশগুলো সহজেই করতে পারে।

আইপিএল, বিগব্যাশ বাদ দিন। লক্ষ্য দিন পিএসএলের দিকে। তারা মিডিয়া স্বত্ব বিক্রি করেই পেয়েছে এবার ১২৬ কোটি রূপি। বে*টিং সাইট প্রোমোট করায় মূলত টাকা এসেছে উড়ে উড়ে। আইএল টি-টোয়েন্টি অথবা টি-টেন লিগ। যেখানেই চোখ রাখবেন সেখানেই জু*য়াকে প্রোমোট করা হয়েছে।

বলতে পারেন বিসিবির তো হাজার কোটি টাকা রয়েছে। আবার বলতে পারেন রংপুর-কুমিল্লা পেলে বাকিরা কেন পারেনা অথবা বিসিবি ভালো মালিক কেন খুঁজে না। আপনার প্রশ্নের উত্তর খুঁজতে আবারও আইপিএলে ফিরি।

আইপিএলে প্রতিটি দলকেই দেখবেন বে*টিং সাইটকে প্রোমোট করছে। প্রতিটি দল কোটি কোটি টাকা খরচ করে। প্রথম পর্ব থেকে বাদ পড়লেও তাদের লোকসান হয়না। এরমূল কারণ জু*য়া সাইট থেকে আসা টাকা।

গুঞ্জন আছে কোয়ালিফায়ার রাউন্ডে ম্যাচ প্রতি ৪০ হাজার ডলার চেয়েছে ম্যাক্সওয়েল। তিন ম্যাচ খেললে অর্থটা কই দাঁড়াবে বুঝতে পারছেন। সেই টাকা হয়তো বসুন্ধরার আছে। তবে সেই টাকার অর্ধেক কি বিপিএল থেকে তুলতে পারবে দলটি।

বিপিএলে যদি জু*য়া প্রোমোট থাকতো। দলটি যদি ম্যাক্সওয়েলের জন্য যদি ৫০ হাজার ডলার কোন কোম্পানির কাছে যাইতো। তারা রাজি হতো, বিশ্বাস করেন রাজি হতো। কারন নামটা ম্যাক্সওয়েল। বৈধ পথে থাকতে গিয়েই মূলত পিছিয়ে পড়েছে বিপিএল। এখানে হতাশ হওয়ার কিছু না। দিনশেষে মানসিক শান্তির জায়গা আছে।

#BPL2024 ©b24times

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।