ঢাকাশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

অনূর্ধ্ব–১৯ নারী সাফ ফুটবলের উপভোগ্য ফাইনালটা, রুপ নিলো হাস্যকর

ডেস্ক নিউজ
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

অনূর্ধ্ব–১৯ নারী সাফ ফুটবলের উপভোগ্য ফাইনালটা শেষ পর্যন্ত রুপ নিলো হাস্যকর ফাইনালে। হাস্যকর টস কান্ড এবং সেটা প্রত্যাহার। সব শেষে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা।

এগুলো মনে রাখতে চাই না। যে বিষয়টি মনে রাখতে চাই, সেটা হলো :

বাংলাদেশ ০–১ ভারত

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ। অতিরিক্ত সময়ের ৩ মিনিট চলছে। পুরো দমে শিরোপা উৎসবের প্রস্তুতি নিচ্ছে ভারত। শুধু রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষা। কিন্তু খেলা তো তখনো বাকি।

জাদুকর কখন টুপি খুলবেন আর বেরিয়ে আসবে অত্যাশ্চর্য এক খরগোশ…থুড়ি খরগোশ নয়, অত্যাশ্চর্য এক গোল! এবং যথারীতি ‘জাদুকর’ টুপি খুললেন এবং বেরিয়ে আসলো দুর্দান্ত এক গোল।

বল বাতাসে ভাসছে। কমন বল, ভারতের সেণ্টারব্যাকের পায়ের ওপর থেকে ছোঁ মেরে বলটা নিজের দখলে নিলেন। দ্বিতীয় টাচে ভারতের রক্ষণভাগকে শুধু ছিটকেই ফেলে দিলেন না, দেখে নিলেন ভারতের গোলরক্ষকের পজিশন। স্বাভাবিকভাবে এগিয়ে আসলেন ভারতের গোলরক্ষক অনিকা দেবি। তাঁর পাশে দিয়ে ঠাণ্ডা মাথায় প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দিলেন সাগরিকা।

অথচ ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, কাছে এসেও শিরোপা জেতা হলো না –এমন সময়ে এমন কতো চাপ ও হতাশা মাথার ওপর ভর করে।

কিন্তু সে অন্তিম সময়ে কোন কিছুই স্পর্শ করতে পারেনি আমাদের সাগরিকাকে। এই মেয়েটার মধ্যে আলাদা বিশেষ কিছু আছে। এই মেয়েকে নিয়ে একদিন গর্ব করবে বাংলাদেশ। দায়িত্ব নিয়ে বলছি,
গোলের হিসেব রাখতে শুরু করুন! সাগরিকা এসে গিয়েছেন …

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।