ঢাকাশুক্রবার , ১২ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

সাকিবের শেষ কোথায়?

ডেস্ক নিউজ
আগস্ট ১২, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাকিবের শেষ কোথায়?

‘বেটউইনার নিউজ’ এর সাথে সাকিব চুক্তি বাতিল করেছে। এটা মোটামুটি সবার জানা। কিন্তু প্রশ্ন হল আরেক জায়গায়। ধরেন, আপনি যখন একটি প্রতিষ্ঠানের ব্যান্ড এম্বাসেডর হবেন, তখন অবশ্যই ওই প্রতিষ্ঠানের বিষয় সম্পর্কে অবগত থাকবেন। জানবেন। চিনবেন। না জেনেই কি ওই প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হবেন?

অবশ্যই না। সাকিব হয়তো এই বিষয়টা জানত। সে হয়তো লুকিয়েছে। যদি নাই জানত, তাহলে জানার পরপরই বোর্ডকে এটা বলতে পারতো। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এটা নিয়ে হুশিয়ারি দিয়েছে, তখন সে বলেছে। তার আগে বলেনি। শুরু থেকে বিসিবি বেটিং,জুয়া এবং ম্যাচফিক্সিং এগুলো বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসচ্ছে। মাঝখানে তার ইস্যুতে ক্রিকেটাপাড়ায় গরম ছড়িয়েছে। বিসিবি যখন একটা সিধান্তে উপনীত হবে ঠিক তখনই জল ঘোলা করে মৌখিকভাবে জানিয়ে দিলেন ওই নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব। একটু পর জানা গেলো সাকিবের চিঠি বিসিবি পেয়েছে। তার আগে বোর্ড সভাপতি যখন গণমাধ্যমে বললেন,’দেশ আগে না বেটিং সাইট আগে। কোনটা বেছে নিবে সাকিব। এটা ওর সিধান্ত।’

তখন চুপ সাকিব। চূড়ান্তভাবে এই ঘোষণার আগে সাকিব সুন্দর করেই বলতে পারত। তার অফিসিয়াল পেইজ থেকে বেটউইনারে পোস্টটি সরাতে পারতেন। ছোট্ট একটা ঘোষণা দিতে পারতেন। কিন্তু না। তিনি সেটা করলেন না। জল ঘোলা করলেন। এশিয়া কাপের আগে দল ঘোষণা হবে তখন তিনি চুক্তি বাতিল করেছেন। এমনটা জানিয়ে দিলেন। তিনি ভালো করেই জানতেন, বোর্ড আমার নির্ভরশীল। আর আমরা ১৬ কোটি ক্রিকেটে প্রেমী বোর্ডের উপর। দারুণ একটা নাটক করলেন সাকিব। আর সেই নাটকের শেষটা করলেন তার স্ত্রী আমাদের শিশির ভাবী। এত্তো সুন্দর ফেজবুকে একটা ইমুজি জুড়িয়ে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন আমরাই পারি…!!!

বছর জুড়ে বিভিন্ন সিরিজের আগে সাকিবের নাটক থাকবেই। এটা এখন মোটামোটামুটি সবার জানা। সে হয়তো টেস্ট খেলবে না, নয়তো ওয়ানডে অথবা টি-টোয়েন্টি। দলের গুরুত্বপূর্ণ সময়ে তিনি পরিবারকে সময় দিবেন। পাড়ি দিবেন আমেরিকায়। মাঝ খানে যাওয়া পথে পন্যের বিজ্ঞাপণ করবেন। দারুণ না! বিষয়টা। মোট কথায় টাকা আগে, দেশ আগে না। আবার বোর্ড সভাপতিও এগুলোতে কিছু বলে না। কারণ সে যে নাম্বার ওয়ান অলরাউন্ডার, দেশের প্রাণ সাকিব আল হাসান।

এর আগেও বিভিন্ন কর্মকান্ডে সাকিব নিষিদ্ধ হয়েছেন। স্টেডিয়ামেডেসিংরুমে অন্যরম ইশরায়, জুয়ার প্রস্তাব পেয়ে গোপন করায় আরও কত কি? কত অপরাধ করেও হালকা শাস্তি পেয়ে পার পেয়ে গেছেন সাকিব। কিন্তু সাকিব ভালো হলো না।

বাংলায় একটা ভাইরাল গান আছে, ‘মাইয়ারে রে মাইয়া তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দেন, আমার অনুভূর্তি সাথে খেলার অধিকার দিলো কে, মাইয়ারে রে মাইয়া তুই অপরাধীরে’

ঠিক তেমনি, সাকিব নানা সময়ে আমাদের অনুভূর্তি সাথে খেলেন। সিরিজে থাকেন না। হেরে আমরা বাসায় ফিরি। এই হলো মূল ঘটনা। সাকিব নানা সময়ে অপরাধ করেন। আর বোর্ড সেটা ক্ষমা করে সুযোগ দেন। কিন্তু প্রশ্ন হলো সাকিব কি আর ভালো হবে না!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।