কারা নির্যাতিত ত্যাগী নেতা সালাহউদ্দিন সালাম
- আপডেট সময় : ০৯:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 302
স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের সন্তান মো. সালাহউদ্দিন সালাম একজন কারা নির্যাতিত ও ত্যাগী নেতা হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত। তিনি ১৯৮১ সালের ১৬ আগস্ট মৃত মজিবুর রহমান ও মোছা. রাহেলা আক্তারের কনিষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছোট।
শিক্ষাজীবন শুরু হয় দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, নওপাড়া উচ্চ বিদ্যালয় এবং কেন্দুয়া ডিগ্রি কলেজ থেকে লেখাপড়া সম্পন্ন করেন। বিএসএস পাশ করার পর রাজনৈতিক প্রতিকূলতা ও পারিবারিক পরিস্থিতির কারণে উচ্চশিক্ষা আর এগোয়নি।
পারিবারিকভাবে বিএনপির রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা সালাহউদ্দিন সালাম ছাত্রজীবন থেকেই জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শে উদ্বুদ্ধ হন। ১৯৯৭ সালে ড. রফিকুল ইসলাম হিলালীর হাত ধরে কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০০ সালে জননিরাপত্তা আইনে তাঁকে ৯৯ দিন কারাভোগ করতে হয়। ২০০৯ সাল থেকে তিনি নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২০১৪ সালে জাসাসের উপজেলা আহ্বায়ক, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাসাস সভাপতি এবং বর্তমানে কেন্দুয়া উপজেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হামলা-নির্যাতনসহ ২২টি মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন। তবুও তাঁর রাজনৈতিক দর্শন ও অঙ্গীকার অটুট রয়েছে। সালাহউদ্দিন সালাম বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনসেবা। আগামী প্রজন্মের নেতাকর্মীদের মানুষের জন্য কাজ করতে হবে।”













