মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া-নেত্রকোনা: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা যুব সমাজের উদ্যেগে মরহুম আতিকুর রহমান ভূইয়ার স্মরণে ” আতিকুর রহমান ভূইয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাট্টা কাচারি মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । টুর্নামেন্ট উদ্বোধন করেন মরহুম আতিকুর রহমানের কনিষ্ঠ পুত্র সাবেক আহবায়ক সদস্য, ঢাকা মহানগর যুবদল (উত্তর) সাজেদুল হক ভূইয়া মিল্টন। আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান রাসেল, কেন্দুয়া যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু,কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, কেন্দুয়া সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ খান, কেন্দুয়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূইয়া হৃদয় প্রমুখ।
উল্লেখ্য-১১নং চিরাং ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একজন সু-পরিচিত সমাজ সেবক , শিক্ষানুরাগী ব্যাক্তি ছিলেন। তিনি কেন্দুয়া সরকারী কলেজ, কেন্দুয়া জয়হরী স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া সাবেরুনন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ও সভাপতি হিসাবে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। তিনি বাট্রা গ্রামের একজন কৃতি সন্তান ছিলেন। তিনি জীবদ্দশায় এলাকার সকল মানুষের সার্বিক উন্নয়নকল্পে সচেষ্ট ছিলেন। সমাজের বিভিন্ন স্তরে তার সরব উপস্থিতি ছিল। তিনি এলাকার কোমলমতি ছেলে- মেয়েদের কথা চিন্তা করে ১৯৯৩ সনে তার প্রয়াত পিতার নামে নিজ গ্রামে নামধর ভূঞা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি চিরাং বাজার শাহী জামে মসজিদ প্রতিষ্ঠা সহ এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি এলাকার জন সাধারনের ক্রমবর্ধমান চাহিদা পূরনে এবং পিছিয়ে পড়া ছেলে মেয়েদের কথা চিন্তা করে স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তিনি গত- ১৫.৩.২০০২ ইং তারিখ মৃত্যু বরণ করেন।
আদর্শ সুশীল সমাজ গঠন, সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষার বিকল্প নাই। সে রকম শিক্ষার দর্শন লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে প্রয়াত পিতার স্বপ্ন পিতার স্বপ্ন পূরনে তার বড় সন্তান চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ নাজমুল হক ভূঞ (কচি) তার পিতা ও মাতার নামে ধর্মীয় শিক্ষার উন্নয়নে “ আলহাজ্ব আতিক আম্বিয়া দাখিল মাদ্রাসা ” নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেন। এছাড়াও আলহাজ্ব আতিকুর রহমান ভুইয়া একাডেমি নামে কটি উচ্চ বিদ্যালয়ও সুনামের সাথে শিক্ষা বিস্তারে কাজ করছে।
মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞার উত্তরাধিকারী গন যথাক্রমে (১) স্ত্রী- আলহাজ্ব আম্বিয়া রহমান ভূঞা (২) ছেলে- এডভোকেট মোঃ নাজমুল হক ভূঞা (কচি) (৩) প্রয়াত মোঃ এনামুল হক ভূঞা (৪) ডাঃ মোঃ আমিনুল হক ভূঞা (৫) মোঃ সাজেদুল হক ভূঞা (৬) মেয়ে- মিমি ফারহানা হক (৭) সাবিয়া হক প্রমুখ।
মন্তব্য করুন