মাঈন উদ্দিন সরকার, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস (আনন্দ শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া পৌরশহরের চকপাড়াস্থ খানকা শরীফ থেকে এ জুলুস শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খানকা প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের বোয়ালখালীর আকুবদন্ডী দরবারের গাউছে হাওলা (হযরত শিবলী মঞ্জিল) হাওলাপুরী উদ্যোগে এবং কেন্দুয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
জশনে জুলুসে অংশগ্রহণকারীরা হাতে কালেমা খচিত প্ল্যাকার্ড, জাতীয় পতাকা বহন করে এবং সুললিত কণ্ঠে রাসুল (সা.) এর শানে রচিত কালজয়ী ইসলামী গান-গজল ও দুরুদ-সালাম পরিবেশন করেন। দরবারের গাউছে হাওলা’র গদীনশীন পীর আলহাজ্ব হযরত শাহ সুফী মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.)-র নির্দেশে আয়োজিত এ জুলুসে হাজার হাজার মুরিদান, আশেকান ও ভক্তের উপস্থিতিতে জনসমুদ্রের সৃষ্টি হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হাওলাপুরী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাজহারুল ইসলাম (মাজু চেয়ারম্যান), আশেকে মাইজভান্ডারি শফিকুল ইসলাম শফিক, আশেকে হাওলাপুরী কাউছার চেয়ারম্যান, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শাহ আলম ভূইয়া।
বক্তারা বলেন, ১২ই রবিউল আওয়াল মানবজাতির জন্য মহিমান্বিত দিন। এদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন। তাঁর শানে রহমত ও বরকত লাভের আশায় বিশ্ব মুসলিম এ দিনটি পালন করে থাকে। তাঁরা আরও বলেন, নবী করীম (সা.)-কে যারা ভালোবাসেন, আল্লাহও তাঁদের ভালোবাসেন। রাসুল (সা.)-এর শান্তির বাণী সুফি সাধক ও অলিআল্লাহদের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে। ইসলাম কখনও দাঙ্গা-হাঙ্গামা কিংবা সন্ত্রাসের মাধ্যমে বিস্তার লাভ করেনি—এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
দোয়া মাহফিলে নবীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ সমাজ গঠন, দেশবাসীর মঙ্গল, বিশ্বের নিপীড়িত মুসলিম উম্মাহর শান্তি, সুন্নিয়তের ধারাবাহিকতা রক্ষা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলার উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
জশনে জুলুসের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।
উল্লেখ্য, হাওলাপুরী দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফী হযরত মাওলানা আব্দুল কুদ্দুছ (রহ.) প্রায় দেড়শত বছর পূর্বে ময়মনসিংহ অঞ্চলে আগমন করে ইসলামের বাণী প্রচার করেন এবং অসংখ্য মুরিদ-ভক্ত সৃষ্টি করেন। তাঁর ওফাতের পর সুযোগ্য উত্তরসূরী হযরত শিবলী (রহ.) দরবারের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তাঁর সুযোগ্য পুত্র গদীনশীন পীর আলহাজ্ব হযরত শাহ সুফী মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.) দরবার পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে হাওলাপুরী দরবার দিনদিন আরও সমৃদ্ধ ও জৌলুশমণ্ডিত হয়ে উঠছে।
মন্তব্য করুন