মাজহারুল ইসলাম উজ্জ্বল,স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গন্ডা ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নবীন বরন অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম আবদুল ওয়াদুদ ভূঞা।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা মোঃ ছায়েদুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মোঃ মানিক উজ্জামান, মাওলানা আঃ আওয়াল,প্রভাষক মনিরুজ্জামান কিরন,মাওলান আবু ছাইদ,ফজলুল করিম,মাওলানা মুকিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন পলাশ,আর্নিকা বেগম, মাহমুদা আক্তার, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম খান, কামরুল ইসলাম, অফিস সহকারী মুজিবুল হক সবুজ প্রমুখ।
চলতি বছর আলিম ১ম বর্ষে চতুর্থ ধাপ পর্যন্ত ১০০ শত ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে।আলিম ১ম বর্ষে ভর্তির দিক থেকে উপজেলায় ১ম এবং জেলায় ২য়।
আলিম ২য় বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে এবং স্বাগত জানায়।
মন্তব্য করুন