কেন্দুয়া প্রেসক্লাবে ড.রফিকুল ইসলাম হিলালীর মত বিনিময় সভা অনুষ্ঠিত
কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা বিএনপির সাধারন সম্পাদক পদপ্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- মো. আব্দুল হাই সেলিমের পরিচালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। প্রধান অতিথী বলেন, আমি জেলা বিএনপির সাধারন সম্পাদক পদপ্রার্থী হয়েছি। আপনারা সকলেই যদি যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগীতা করেন তবে প্রত্যাশা করছি আমি সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হবো।
তিনি আরও বলেন, এই দলের জন্য বার বার মামলা হামলার শিকার হয়েছি, আমি (৫৬) টি মামলার আসামি হয়ে বহুবার জেল কেটেছি।আমি আশা রাখছি দলীয় নেতাকর্মী আমাকে নিরাশ করবেন না। এ সময় উপস্থিত ছিলেন,কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলবাহার খান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাংবাদিক সালাউদ্দীন সালাম, মাইন উদ্দীন সরকার (রয়েল), মজিবুর রহমান, মোঃ রুকন উদ্দীন, কোহিনুর আলম,মনিরুল ইসলাম আকন্দ সোহেল, মাজহারুল ইসলাম উজ্জ্বল, শাহ আলী তৌফিক রিপন, লুৎফর রহমান হৃদয়,কাওসার তালুকদার, আঃ আউয়াল, মন্জুরা আক্তার লিলি, মহিউদ্দীন সরকার,লাভলী আক্তার, আঃ খালেক, মাহবুব রহমান,সালমান আহমেদ, সাকিব আহমেদ, হৃদয় চাঁদ, প্রমুখ।
উল্লেখ্য,আগামী (৩০ আগস্ট) নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হবে।
মন্তব্য করুন