চলচ্চিত্র পরিচালক প্রযোজক দেওয়ান নাজমুলের ৭০ তম জন্মদিন পালিত
- আপডেট সময় : ১০:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 161
চলচ্চিত্র পরিচালক প্রযোজক দেওয়ান নাজমুলের ৭০ তম জন্মদিন পালিত
মাঈন উদ্দিন সরকার রয়েলঃ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক দেওয়ান নাজমুলের ৭০ তম জন্মদিন পালিত হয়েছে।
১৯ জুলাই সন্ধার পর স্বপ্ন তরু কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করেছেন তাঁর ভক্ত শুভানুধ্যায়ীগণ। এ সময় কেক কেটে জন্মদিন পালন করা হয়।
বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক দেওয়ান নাজমুলের জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির একজন সদস্য তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)। চলচ্চিত্র শহীদুল ইসলাম শহীদ, পরিচালক রাসেল আহমদ, বিশিষ্ট সাংবাদিক ইমরুল, চিত্র নায়ক সাদমান,জীবন চৌধূরী,মেকাপ আর্টিস্ট শামীম নবাগত পূর্ণিমা, ভিডিও গ্রাফার সবুজ,সাংবাদিক মাঈন উদ্দিন সরকার রয়েল প্রমুখ ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন,আপনার কর্মের মাধ্যমে হাজার বছর বেঁচে থাকুন আমাদের মাঝে।আপনি সব সময় নতুনদের কে সুযোগ দিয়ে থাকেন যাদের ভিতরে গুণ আছে,আপনার হাত ধরে অসংখ্য টেকনিশিয়ান অভিনেতা অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রি পেয়েছেন।আপনি এখনও নতুন দের সুযোগ দিয়েই যাচ্ছেন। আল্লাহ”আপনাকে নেক হায়াত দান করুন।
চলচ্চিত্র পরিচালক দেওয়ান নাজমুল বলেন,৭০ তম জন্মদিনে এখনো অনেক আক্ষেপ রয়েছে। সকল স্বপ্ন আকাংখা পূরণ হয়নি। চলচ্চিত্রের জগতের অনেক দুঃখ নিয়েই আমি হয়তো এ জীবন ছেড়ে চলে যাবো শুধু স্মৃতিগুলো রয়ে যাবে।





