মাঈন উদ্দিন সরকার রয়েলঃ
যশোরের মনিরামপুরের বাবুল গাজীর ছেলে এএইচ বালক। তার মায়ের নাম নওশন খাতুন জবা। সে সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেছে।
বর্তমানে রাজধানী শহর ঢাকাতে নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছে এই তরুণ অভিনেতা এ এইচ বালক। তার অভিনয় জীবন শুরু হয় ১১ সাল থেকে থিয়েটারের মাধ্যমে। শুরু থেকে
নাটকে খুব একটা নাটকে কাজ করা হয় নি । সিনেমার প্রতি বেশি ঝোঁক ছিল। নাচ, অভিনয়, শেখা নিয়ে প্রথম দিকে ব্যস্ত ছিল । সে অনেক কিছু মোটামুটি শিখেছে। এছাড়াও সে মনে করে শেখার যেমন শেষ নাই তেমনি কাজেরও প্রয়োজন আছে।
এ পর্য়ন্ত এএইচ বালক তিনটা সিনেমায় অভিনয় করারও সুযোগ পেয়েছে। ছবিগুলোর নাম হলো চরিত্র, রং রোড, ও শাপলা ফুল,। দুর্ভাগ্যজনক ছবিগুলো এখনো রিলিজ হয়নি। তবে বর্তমানে সে নাটক নিয়ে বেশ ব্যস্ত আছে। নিয়মিত শুটিং নিয়েই এখন বেশী ব্যস্ত সময় কাটছে বালকের। এ পর্যন্ত তার অভিনীত নাটক গুলো হল,কিসমিস, প্রবাসীর ফ্যামিলি প্রবলেম, বউ ফেরত চায়, নতুন বউ
শ্বশুরবাড়ি ঈদ, মিষ্টি বিয়ান, ভাই ঠকানো ভাই,
ঢাকা যাব ,একদিনের বউ, আমাদের পরিবার, ইত্যাদি। এছাড়াও আরো অনেক নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে তার।
এ এইচ বালক এ প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে এটিএন এমসিএলকে বলেন,আশা করি আপনাদের দোয়া ও ভালবাসা পেলে আরো ভালো ভালো কিছু কাজ করব ইনশাল্লাহ। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো। আগামী দিনের জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চাই।
মন্তব্য করুন