কেন্দুয়া প্রতিনিধিঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় এবং তার মুক্তিতে আর কোনও বাধা না থাকায় নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছেন বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার কেন্দুয়া পৌর শহরে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের খাদ্যগুদাম-সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, সৈয়দ মাহমুদুল হক ফারুক, মাজহারুল ইসলাম মাজু, ছাত্রদল নেতা পাভেল ভূঁইয়া, পারভেজ খন্দকার প্রমুখ।
এ ছাড়া লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনও বাধা না থাকার খবরে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায়। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ (মঙ্গলবার) আপিল আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
মন্তব্য করুন