গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা।
শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন দেশের বাইরে।
এবার সায়মা ওয়াজেদ পুতুলের ২৭ আগস্টের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। পোস্টে জুলাকারনাইন ২ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন,
আপনারা যারা মাইনষ্যের পরিবারের ছবিটবি লইয়্যা টানেন, সেসব করবেন একটু সাবধানে। Consequence বইল্যা একটা ব্যাপার কিন্তু আছে, বেশি কুল হইতে গিয়া নিজের পিছে নিজেই আংগুলি কইরেন না।’
মন্তব্য করুন