362436 ফুল এন্টারটেইনিং মুভি
- আপডেট সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / 115
“362436” ছবিটা দেখসেন? এইটা একটা বাংলাদেশি সিনেমা। বিশ্বাস করেন ইউটিউবে দেখতে গেসিলাম ছবিটা আসছে কিনা। দেখতে গিয়া ক্লিক করসি ব্যাস…প্রথম ৫ মিনিটেই একটু ডিফ্রেন্ট লাগ্লো। ভাব্লাম আরো ১০ মিনিট দেখি। পরে বুঝলাম ১ ঘন্টা দেখে ফেলসি, শুধুমাত্র এই মেয়েটার অভিনয় দেখে আটকায়া গেলাম।
আমি বুঝি না…হিন্দি সিনেমা “দাম লাগাকে হাইসসা” অথবা “ব্যান্ড বাজা বারাত” যদি সুপার ডুপার বাম্পার হিট হতে পারে তাইলে “362436” না কেনো? এই ২ টা সিনেমার নাম কেনো নিলাম দেখলে বুঝবেন।
সিনেমার মূল গল্প – একজন মোটা মেয়েকে নিয়ে। যার ফেইসবুকে কোনো ছবি নাই। ঘটনাক্রমে একটা ছেলে না দেখেই মেয়েটার প্রেমে পড়ে আয়। ইভেন ওরা ৩ মাস পর ডেইট করে। তারপরি শুরু হয় কাহিনি। সেই রাতেই ছেলেটার ক্যান্সার ধরা পরে। পরদিন চলে যায় চেন্নাই। ওখানেই মারা যায় । কেটে যায় ৪ বছর। এতগুলা বছরে মেয়েটার ইভেন্টের ব্যাবসা অনেক বড় হয়। আর এখানেই নাইকা দিঘির এন্ট্রি। কি দারুন অভিনয় দিঘির। পুরাই ব্রেইনলেস বিউটি কুইন রা যেমন হয় আরকি। বড়লোক বাপের মেয়ের ডিমান্ড – ডেস্টিনেশন ওয়েডিং। আর ইভেন্টের কাজ টা পায় ওই মোটা মেয়েটা। আর দিঘির বিয়ে ঠিক হয় ওই যে ছেলেটা যে ফার্স্ট ডেইট করে ক্যান্সারের বাহানা দিয়া ভাগসিলো, সে। কাহিনিতে পুরাই বেরাসেরা লাইগা যায়…কিন্তু শেষে মোটা মেয়েটা যেভাবে প্রতিশোধ নেয় তা দেখার মত।
ফুল এন্টারটেইনিং মুভি। কথা দিলাম এই মেয়েটার নেক্সট সিনেমা আমি হলে গিয়ে দেখবো। ছোট্ট মোবাইলের স্ক্রিনে দেখে বড্ড পাপ করে ফেলসি।
#362436 পুরো টিমকে শুভকামনা ❤️